UTTARAKHAND MADE HISTORY
গোয়া যখন স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়, তখন পর্তুগিজ আমলের অভিন্ন দেওয়ানি বিধি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু উত্তরাখণ্ডই হলো প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা নিয়ে বিধানসভা প্রস্তাব পাস করে। তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই প্রস্তাব অনুমোদন করেন। সোমবার থেকে এই বিধি উত্তরাখণ্ডে চালু হয়ে গেলো।
When Goa became part of independent India, it was decided to continue the Uniform Civil Code of the Portuguese period. But Uttarakhand was the first state where the assembly passed a resolution to introduce the Uniform Civil Code. Then President Droupadi Murmu approved the resolution. This code came into effect in Uttarakhand from Monday.
দেশে প্রথম উত্তরাখণ্ডেই চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আগেই জানিয়েছিলেন অভিন্ন দেওয়ানি বিধি চালু করার সব আয়োজন সম্পূর্ণ হয়েছে। গণতন্ত্র দিবসে পর দিন রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি।
The Uniform Civil Code is being implemented in Uttarakhand for the first time in the country. State Chief Minister Pushkar Singh Dhami had earlier announced that all the arrangements for implementing the Uniform Civil Code have been completed. The Uniform Civil Code will be implemented in the state the day after Democracy Day.
একত্রবাসের জন্য ‘রেজিস্ট্রেশন’ বাধ্যতামূলক হচ্ছে উত্তরাখণ্ডে। সোমবার থেকেই চালু হয়েছে (২৭/১/২৫) নতুন নিয়ম।
Registration for cohabitation is becoming mandatory in Uttarakhand. The new rules came into effect from Monday (27/1/25).
কারা এই আইনের আওতায় থাকবেন?
Who will be covered by this law?
রাজ্যের আদিবাসী বা জনজাতিরা ছাড়া বাকি আর সবাই অভিন্ন দেওয়ানি বিধির আওতায় চলে এলেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান-সহ সব ধর্মের মানুষকেই এই অভিন্ন দেওয়ানি বিধি মানতে হবে।
Except for the tribals or tribal communities of the state, everyone else has come under the Uniform Civil Code. People of all religions, including Hindus, Muslims, Sikhs, and Christians, will have to follow this Uniform Civil Code.
কী থাকছে ইউনিফর্ম সিভিল কোড অ্যাক্টে?
What is in the Uniform Civil Code Act?
■ লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে নথিভুক্তিকরণ বাধ্যতামূলক
Registration is mandatory in live-in relationships.
■ ২১ বছরের কমবয়সিদের লিভ-ইনের ক্ষেত্রে লাগবে অভিভাবকের সম্মতি,
Guardian's consent is required for live-in for those under 21 years of age,
■ উত্তরাখণ্ডের সব নাগরিকের (তিনি বাইরের রাজ্যে থাকলেও) ক্ষেত্রেই লিভ-ইন সম্পর্কের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক,
Registration of live-in relationships is mandatory for all citizens of Uttarakhand (even if they are from outside the state),
■ লিভ-ইন সম্পর্ক নথিভুক্ত না করালে বা ভুল তথ্য দিলে তিন মাসের জেল এবং ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে,
■ Failure to register a live-in relationship or providing false information can result in three months in jail and a fine of Tk 25,000,
■ রেজিস্ট্রেশনে এক মাস দেরি হলেও তিন মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে,
■ Even a one-month delay in registration can result in three months in jail or a fine of 10,000 taka,
■ সব ধর্ম ও সম্প্রদায়ের কন্যাসন্তানরাই সম্পত্তিতে সমানাধিকার পাবেন,
■ Daughters of all religions and communities will have equal rights in property,
■ লিভ-ইন সম্পর্কে জন্মানো সন্তান বৈধ ভাবে উত্তরাধিকার পাবেন,
■ Children born in a live-in relationship will legally inherit,
■ সব ধর্মেই ছেলেদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮। যাতে পড়াশোনা শেষ করে তাঁরা বিয়ের পথে এগোন, সেটা নিশ্চিত করতেই এই বয়সসীমা,
■ In all religions, the minimum age for marriage is 21 years for boys and 18 for girls. This age limit is to ensure that they complete their education and move towards marriage,
■ স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় বিবাহিত কারও দ্বিতীয় বিয়ে পুরোপুরি নিষিদ্ধ,
■ A second marriage is completely prohibited for a person who is married while the husband or wife is alive,
■ বহুগামিতা, বাল্যবিবাহ, তিন তালাক নিষিদ্ধ,
■ Prohibition of polygamy, child marriage, triple talaq,
■ জনজাতির স্বকীয়তা বজায় রাখতে তফসিলি উপজাতিকে এই আইনের আওতা থেকে বাদ রাখা হয়েছে।
■ Scheduled Tribes have been excluded from the ambit of this Act to preserve the identity of the people.
কেন বাদ জনজাতিরা?
Why are the tribes excluded?
উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি থেকে জনজাতিদের বাদ দেয়ার কারণ, আংশিকভাবে তাদের প্রতিবাদের কারণে এবং আংশিকভাবে জনজাতিদের আইনগত অবস্থানের কারণে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
Experts believe that the reason for the exclusion of tribals from the Uniform Civil Code in Uttarakhand is partly due to their protests and partly due to the legal position of the tribals.
জনজাতি অধিকার রক্ষা কর্মী কমলেশ ভাট সংবাদমাধ্যমে বলেছেন, ''জনজাতিদের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে বিভিন্নতা আছে। জনজাতিদের এই ঐতিহ্য রক্ষা করাটা জরুরি এবং সংবিধানেও তা স্বীকৃত। আমাদের মধ্যে কিছু মানুষ মূলধারার সঙ্গে মিশে যেতে চান। আবার আমার মতো অনেক মানুষ আছেন, যারা আলাদা অস্তিত্ব বজায় রাখতে চান। তাই সরকার আমাদের দাবি মেনে নিয়েছে।'’
Tribal rights activist Kamlesh Bhat told the media, "There are differences in the culture and traditions of tribals. It is important to protect this tradition of tribals and it is also recognized in the Constitution. Some of us want to blend in with the mainstream. On the other hand, there are many people like me who want to maintain a separate existence. Therefore, the government has accepted our demand.”
কিছু রাজনৈতিক দলের আপত্তি
Objections from some political parties
সমাজবাদী পার্টির সাংসদ মোহিবুল্লাহ নাদভি বলেছেন
Samajwadi Party MP Mohibullah Nadvi said
, ''স্বাধীনতার পর ঠিক হয়, আমরা সংবিধান মেনে চলবো। কিন্তু কিছু মানুষ জনতাকে বিপথগামী করছে। তারা এটাই দেখানোর চেষ্টা করছে, অভিন্ন দেওয়ানি বিধি হলে মানুষের ভালো হবে। ওরা পুলিশ রাষ্টের দিকে যেতে চাইছে। ওরা পিছিয়ে থাকা মানুষ, দলিত, সংখ্যালঘুদের অধিকার শেষ করতে চাইছে। উত্তরপ্রদেশেও এটাই হচ্ছে। কিছু মানুষ দেশের লোকের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে।"
"After independence, it is okay, we will follow the constitution. But some people are misleading the people. They are trying to show that if there is a uniform civil code, people will be better off. They want to go towards a police state. They want to end the rights of backward people, Dalits, minorities. This is also happening in Uttar Pradesh. Some people are trying to create division among the people of the country.”
কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি বলেছেন,
Congress spokesperson Abhishek Singhvi said,
"অভিন্ন দেওয়ানি বিধি কোনো রাজ্য-ভিত্তিক হতে পারে না। এটাকে বলা যেতে পারে পাইলট প্রজেক্ট। ওরা সারা দেশে এই বিধি চালু করতে চায়। কিন্তু এই বিষয়ে মতৌক্য নেই। তাই একটা রাজ্যে একটা পাইলট প্রজেক্ট করা হলো।”
"Uniform Civil Code cannot be state-based. It can be called a pilot project. They want to introduce this code across the country. But there is no consensus on this. So a pilot project was done in one state.”
আরজেডি নেতা মনোজ ঝা বলেছেন,
RJD leader Manoj Jha said,
''অভিন্ন দেওয়ানি বিধিকে বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এর মধ্যে অভিন্নতা, দেওয়ানি বা বিধি কিছুই নেই। দেশের বিবিধতার কথা মাথায় রেখে স্বাধীনতার পর ঠিক হয়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখাটাই হবে প্রথম কাজ। আমি বারবার বলেছি, এই বিষয়ে যাওয়ার আগে সরকার আগে মানুষের মধ্যে আয়ের অসঙ্গতির দিকে নজর দিক। অভিন্ন দেওয়ানি বিধির মতো নীতি নিয়ে কিছু হাততালি হবে, কিছু ভোট বাড়বে, কিন্তু একদিন তা সরকারের উপর বোঝা হয়ে যাবে।'’
"The BJP is using the Uniform Civil Code as a political weapon. There is nothing uniform, civil or code in it. Keeping in mind the diversity of the country, after independence, it was decided that maintaining harmony among different communities would be the first task. I have repeatedly said that before going into this issue, the government should first look at the income disparity among the people. There will be some applause for a policy like the Uniform Civil Code, some votes will increase, but one day it will become a burden on the government.”
আশিসের প্রশ্ন,
''এখন অভিন্ন দেওয়ানি বিধি কি দেশের সামনে বা কোনো রাজ্যের সামনে সবচেয়ে বড় সমস্যা? জিনিসের দাম বাড়ছে, বেকারের সংখ্যা বাড়ছে, অর্থনীতির অবস্থা ভালো নয়, সেই সময়ে ওই সব বিষয়ে জোর না দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে হইচই করার কোনো অর্থ হয় না। দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতেই সম্ভবত এটা করা হচ্ছে।'’
Ashish's question,
"Is the Uniform Civil Code the biggest problem facing the country or any state now? The prices of goods are rising, the number of unemployed is increasing, the economy is not in good shape, at a time when there is no point in making a fuss about the Uniform Civil Code without emphasizing all those issues. This is probably being done to divert the attention of the people of the country.”
UCC (Uniform Civil Code) উত্তরাখণ্ডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
The UCC (Uniform Civil Code) may have several important implications in Uttarakhand.
1. আইনগত সমতা
1. Legal equality
সমস্ত ধর্মের মানুষদের জন্য একই আইন প্রযোজ্য হবে, যা সাম্যের নীতি বজায় রাখতে সাহায্য করবে।
The same law will apply to people of all religions, which will help maintain the principle of equality.
2. সামাজিক সংহতি
2. Social cohesion
বিভিন্ন ধর্মের মধ্যকার বিভাজন কমিয়ে ঐক্য এবং সংহতির পরিবেশ গড়ে তুলতে পারে।
Can reduce divisions between different religions and create an environment of unity and solidarity.
3. নারীর অধিকার রক্ষা
3. Protecting women's rights
সম্পত্তি, বিবাহ, এবং উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করবে।
Ensure equal rights for women in matters related to property, marriage, and inheritance.
4. আইন প্রয়োগের সরলতা
Simplicity of law enforcement
ভিন্ন ভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন আইন কার্যকর হওয়ায় প্রশাসনিক কাজ সহজ হবে।
Administrative work will be simplified as one uniform law comes into force instead of different individual laws.
5. সাংস্কৃতিক প্রতিক্রিয়া
5. Cultural response
এটি স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির উপর প্রভাব ফেলতে পারে, যা কিছু গোষ্ঠীর মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে।
This can impact local culture and customs, which can create resentment among some groups.
আইন কতটা কাযকর ভবিষ্যৎই বলে দেবে, তার প্রতিক্ষায় রইলাম।
I am looking forward to see how effective this law will be in the future.
