WBCS, + 50 ধরণের সরকারি পরীক্ষার প্রস্তুতি কভারেজ DAILY CURRENT AFFAIRS
ENGLISH AND BENGALI VERSION
IMPORTANT NEWS
July 30, 2025
🌍 International News
আন্তর্জাতিক সংবাদ
🔹 External Affairs Minister S. Jaishankar unveiled a commemorative stamp of Ram Lalla in Laos.
🔸 লাওসে রাম লালার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
🔹 S. Jaishankar unveiled a bust of Mahatma Gandhi in Tokyo, Japan.
🔸 জাপানের টোকিওতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন এস. জয়শঙ্কর।
🏆 Sports
খেলাধুলা
🔹 Divya Deshmukh becomes the first Indian to win the FIDE Women’s World Cup 2025; Koneru Humpy finishes as runner-up.
🔸 দিব্যা দেশমুখ ২০২৫ সালের FIDE মহিলা বিশ্বকাপ জয়ী প্রথম ভারতীয়; কোনেরু হাম্পি রানার-আপ হন।
MOCK TEST PATTERN: CURRENT AFFAIRS
July 30, 2025
1.
Q: Who won India's first gold in the Compound Mixed Team Archery event at the World University Games 2025?
(a) Deepika Kumari and Atanu Das
(b) Parneet Kaur and Kushal Dalal
(c) Jyothi Surekha and Abhishek Verma
(d) Simranjeet Kaur and Tarundeep Rai
✅ Answer: (b) Parneet Kaur and Kushal Dalal
প্র: ২০২৫ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে কম্পাউন্ড মিশ্র দলগত তীরন্দাজি ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা কে জিতেছেন?
(ক) দীপিকা কুমারী ও অতনু দাস
(খ) পারনিত কৌর ও কুশল দালাল
(গ) জ্যোতি সুরেখা ও অভিষেক বর্মা
(ঘ) সিমরনজিত কৌর ও তারুণদীপ রাই
✅ উত্তর: (খ) পারনিত কৌর ও কুশল দালাল
---
2.
Q: Who presided over the 166th Income Tax Day celebration held in New Delhi?
(a) Amit Shah
(b) Nirmala Sitharaman
(c) Piyush Goyal
(d) Narendra Modi
✅ Answer: (b) Nirmala Sitharaman
প্র: নিউ দিল্লিতে আয়োজিত ১৬৬তম আয়কর দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে?
(ক) অমিত শাহ
(খ) নির্মলা সীতারমন
(গ) পীযুষ গোয়েল
(ঘ) নরেন্দ্র মোদি
✅ উত্তর: (খ) নির্মলা সীতারমন
---
3.
Q: For which upcoming global event did India establish the COP-33 Cell?
(a) G20 Summit 2026
(b) UN Climate Summit 2028
(c) BRICS 2027
(d) World Economic Forum 2025
✅ Answer: (b) UN Climate Summit 2028
প্র: ভারতের COP-33 সেল গঠনের উদ্দেশ্য কী?
(ক) জি-২০ সম্মেলন ২০২৬
(খ) জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন ২০২৮
(গ) ব্রিকস সম্মেলন ২০২৭
(ঘ) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫
✅ উত্তর: (খ) জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন ২০২৮
---
4.
Q: With which country did India sign 6 MoUs to enhance cooperation in various sectors?
(a) Sri Lanka
(b) Bangladesh
(c) Maldives
(d) Nepal
✅ Answer: (c) Maldives
প্র: ভারত কোন দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ৬টি MoU স্বাক্ষর করেছে?
(ক) শ্রীলঙ্কা
(খ) বাংলাদেশ
(গ) মালদ্বীপ
(ঘ) নেপাল
✅ উত্তর: (গ) মালদ্বীপ
---
5.
Q: Who was appointed as Director on the Central Board of the RBI recently?
(a) Shaktikanta Das
(b) Anuradha Thakur
(c) T.V. Somanathan
(d) Arundhati Bhattacharya
✅ Answer: (b) Anuradha Thakur
প্র: সম্প্রতি RBI-র কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
(ক) শক্তিকান্ত দাস
(খ) অনুরাধা ঠাকুর
(গ) টি.ভি. সোমনাথন
(ঘ) অরুন্ধতী ভট্টাচার্য
✅ উত্তর: (খ) অনুরাধা ঠাকুর
---
6.
Q: Who became the third bowler to take 150 wickets in T20 cricket?
(a) Rashid Khan
(b) Jasprit Bumrah
(c) Ish Sodhi
(d) Adam Zampa
✅ Answer: (c) Ish Sodhi
প্র: টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়া তৃতীয় বোলার কে?
(ক) রশিদ খান
(খ) জসপ্রিত বুমরাহ
(গ) ঈশ সোধি
(ঘ) অ্যাডাম জাম্পা
✅ উত্তর: (গ) ঈশ সোধি
---
7.
Q: Which Indian woman cricketer recently retired from international cricket?
(a) Harmanpreet Kaur
(b) Mithali Raj
(c) Veda Krishnamurthy
(d) Deepti Sharma
✅ Answer: (c) Veda Krishnamurthy
প্র: সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন?
(ক) হরমনপ্রীত কৌর
(খ) মিতালি রাজ
(গ) বেদ কৃষ্ণমূর্তি
(ঘ) দীপ্তি শর্মা
✅ উত্তর: (গ) বেদ কৃষ্ণমূর্তি
---
8.
Q: Who will take charge as the new CEO of Sansad TV?
(a) Anurag Thakur
(b) Utpal Kumar Singh
(c) Sunil Arora
(d) Rajiv Gauba
✅ Answer: (b) Utpal Kumar Singh
প্র: সংসদ টিভির CEO হিসেবে কে দায়িত্ব নেবেন?
(ক) অনুরাগ ঠাকুর
(খ) উৎপল কুমার সিং
(গ) সুনীল অরোরা
(ঘ) রাজীব গৌবা
✅ উত্তর: (খ) উৎপল কুমার সিং
---
9.
Q: Who won the 2025 Belgian Grand Prix?
(a) Lewis Hamilton
(b) Charles Leclerc
(c) Max Verstappen
(d) Oscar Piastri
✅ Answer: (d) Oscar Piastri
প্র: ২০২৫ সালের বেলজিয়ান গ্রাঁ প্রি কে জিতেছেন?
(ক) লুইস হ্যামিলটন
(খ) চার্লস লেক্লার
(গ) ম্যাক্স ভার্স্টাপেন
(ঘ) অস্কার পিয়াস্ট্রি
✅ উত্তর: (ঘ) অস্কার পিয়াস্ট্রি
---
10.
Q: Who became the first Indian woman to win the FIDE Women’s World Cup title?
(a) Harika Dronavalli
(b) Koneru Humpy
(c) Divya Deshmukh
(d) Tania Sachdev
✅ Answer: (c) Divya Deshmukh
প্র: FIDE Women's World Cup টাইটেল জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে ইতিহাস গড়েছেন?
(ক) হারিকা দ্রোণাবল্লী
(খ) কোনেড়ু হাম্পি
(গ) দিব্যা দেশমুখ
(ঘ) তানিয়া সাচদেব
✅ উত্তর: (গ) দিব্যা দেশমুখ
আমাদের WEB SIDE
WWW. COMPETITIVE DIGEST.LIVE
TODAY CURRENT AFFAIRS QUIZ
✅ 1. Which Ministry launched the e-SHRAM Portal?
[A] Ministry of Labour and Employment
[B] Ministry of Science and Technology
[C] Ministry of Finance
[D] Ministry of Law and Justice
🔸 ১. কোন মন্ত্রণালয় e-SHRAM পোর্টাল চালু করেছে?
[A] শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
[B] বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
[C] অর্থ মন্ত্রণালয়
[D] আইন ও বিচার মন্ত্রণালয়
✅ 2. The Gavari Festival is mainly celebrated by which community in Rajasthan?
[A] Sahariya Community
[B] Garasia Community
[C] Meena Community
[D] Bhil Community
🔸 ২. গাভরি উৎসব মূলত রাজস্থানের কোন সম্প্রদায় দ্বারা পালিত হয়?
[A] সাহারিয়া সম্প্রদায়
[B] গারাসিয়া সম্প্রদায়
[C] মিনা সম্প্রদায়
[D] ভীল সম্প্রদায়
✅ 3. The recently reported Legionnaires' disease is caused by which agent?
[A] Bacteria
[B] Virus
[C] Fungus
[D] Protozoa
🔸 ৩. সম্প্রতি খবরে প্রকাশিত লিজিওনেয়ার্স রোগটি কোন কার্যকারকের কারণে হয়?
[A] ব্যাকটেরিয়া
[B] ভাইরাস
[C] ছত্রাক
[D] প্রোটোজোয়া