General Scientific and Technological Development। PREVIOUS YEAR QUESTION ANSWERRRB NTPC STAGE -I & II

General Scientific and Technological Development

1. Which of the following branches of medical science deals with the study of treatment and the liver?
(a) Helcology
(b) Hepatology
(c) Heterology
(d) Geriatrics

যৌক্তিক চিকিৎসা বিজ্ঞানের নিচের কোন শাখাটি যকৃতের চিকিৎসা ও অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত?
(ক) হেলকোলজি
(খ) হেপাটোলজি
(গ) হেটারোলজি
(ঘ) জেরিয়াট্রিকস

2. Oil zapper technology to remove oil spills in oceans, is developed by?
(a) IIT
(b) TERI
(c) CSE
(d) ISRO

সমুদ্র থেকে তেল ছড়িয়ে পড়া অপসারণের জন্য 'অয়েল জ্যাপার' প্রযুক্তি কারা তৈরি করেছে?
(ক) আইআইটি
(খ) টেরি
(গ) সিএসই
(ঘ) ইসরো

3. The Crescograph, a device for measuring growth in plants, was invented by:
(a) Hyder Ali
(b) Satyendra Bose
(c) Subrahmanyan Chandrasekhar
(d) Jagadish Chandra Bose

গাছের বৃদ্ধির হার মাপার যন্ত্র ক্রেসকোগ্রাফ কে আবিষ্কার করেন?
(ক) হায়দার আলি
(খ) সত্যেন্দ্র বোস
(গ) সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর
(ঘ) জগদীশ চন্দ্র বসু

4. Thomas Clifford Allbutt is associated with the invention of:
(a) X-Ray Machine
(b) Clinical Thermometer
(c) Stethoscope
(d) Microscope

থমাস ক্লিফোর্ড অলবাট কোন আবিষ্কারের সঙ্গে যুক্ত?
(ক) এক্স-রে যন্ত্র
(খ) ক্লিনিক্যাল থার্মোমিটার
(গ) স্টেথোস্কোপ
(ঘ) মাইক্রোস্কোপ

5. Antonio Meucci is associated with the invention of:
(a) Telephone
(b) Automobile
(c) LED
(d) Industrial Robot

অ্যান্টোনিও মেউচি নিচের কোনটির আবিষ্কারের সঙ্গে যুক্ত?
(ক) টেলিফোন
(খ) অটোমোবাইল
(গ) এলইডি
(ঘ) ইন্ডাস্ট্রিয়াল রোবট

6. The most recently discovered link in human evolution is, the discovery of fossils of:
(a) Lucy
(b) Homo naledi
(c) Homo sapiens
(d) Austropithecnes

মানব বিবর্তনের সম্প্রতি আবিষ্কৃত ফসিল কোনটির?
(ক) লুসি
(খ) হোমো নালেদি
(গ) হোমো স্যাপিয়েন্স
(ঘ) অস্ট্রোপিথেকাস

7. The Hubble Space Telescope, which belongs to _________, captured the first-ever predicted supernova explosion.
(a) USA
(b) UK
(c) Canada
(d) Russia

হাবল স্পেস টেলিস্কোপ, যা ________-এর অন্তর্গত, এটি প্রথম পূর্বাভাসিত সুপারনোভা বিস্ফোরণ চিত্র ধারণ করে।
(ক) যুক্তরাষ্ট্র
(খ) যুক্তরাজ্য
(গ) কানাডা
(ঘ) রাশিয়া

8. Which of the following is a branch of technology that deals with dimensions and tolerances of less than 100 nanometers, especially the manipulation of individual atoms and molecules?
(a) Biotechnology
(b) Femtotechnology
(c) Nanotechnology
(d) Microtechnology

নিচের কোন প্রযুক্তি শাখা ১০০ ন্যানোমিটারের কম মাপ এবং সহনশীলতার সঙ্গে কাজ করে, বিশেষ করে একক পরমাণু ও অণুর ব্যবস্থাপনায়?
(ক) বায়োটেকনোলজি
(খ) ফেমটোটেকনোলজি
(গ) ন্যানোটেকনোলজি
(ঘ) মাইক্রোটেকনোলজি

9. The astronomer who discovered planet Pluto was:
(a) Sylvain Arend
(b) Joseph Ashbrook
(c) Edwin Hubble
(d) Clyde Tombaugh

গ্রহ প্লুটো আবিষ্কারকারী জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন?
(ক) সিলভেইন অ্যারেন্ড
(খ) জোসেফ অ্যাশব্রুক
(গ) এডউইন হাবল
(ঘ) ক্লাইড টমবো

10. Who is known as the Father of video games?
(a) Karl Benz
(b) Émile Berliner
(c) Rudolf Diesel
(d) Ralph H. Baer

ভিডিও গেমসের জনক কাকে বলা হয়?
(ক) কার্ল বেন্‌জ
(খ) এমিল বার্লিনার
(গ) রুডলফ ডিজেল
(ঘ) র‍্যাল্ফ এইচ বেয়ার

11. Stainless steel was invented by:
(a) William Howard Livens
(b) Joseph Aspdin
(c) Harry Brearley
(d) James Dyson

স্টেইনলেস স্টিল কে আবিষ্কার করেন?
(ক) উইলিয়াম হাওয়ার্ড লিভেনস
(খ) জোসেফ অ্যাস্পডিন
(গ) হ্যারি ব্রিয়ারলি
(ঘ) জেমস ডাইসন

12. Who discovered radioactivity?
(a) Max Planck
(b) James Clerk Maxwell
(c) Henri Becquerel
(d) Heinrich Hertz

রেডিওএক্টিভিটি কে আবিষ্কার করেন?
(ক) ম্যাক্স প্ল্যাঙ্ক
(খ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
(গ) অঁরি বেকেরেল
(ঘ) হাইনরিখ হার্টজ

13. Who devised the policy of Doctrine of Lapse?
(a) Lord Curzon
(b) Lord Mountbatten
(c) Lord Dalhousie
(d) Robert Clive

ডকট্রিন অব ল্যাপস নীতিটি কে প্রণয়ন করেন?
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড মাউন্টব্যাটেন
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) রবার্ট ক্লাইভ

14. Who proposed the Scientific Management School of thought as opposed to the Administrative Management School of thought?
(a) Henry Fayol
(b) Frederick Taylor
(c) Peter Drucker
(d) Max Weber

অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট চিন্তাধারার বিরোধিতা করে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ভাবনার প্রবক্তা কে?
(ক) হেনরি ফেয়োল
(খ) ফ্রেডেরিক টেলর
(গ) পিটার ড্রাকার
(ঘ) ম্যাক্স ওয়েবার

15. Who discovered the ABO blood group system?
(a) Karl Roller
(b) Maurice Hilleman
(c) Karl Landsteiner
(d) Edward Jenner

ABO রক্তের গ্রুপ পদ্ধতি কে আবিষ্কার করেন?
(ক) কার্ল রোলার
(খ) মরিস হিলম্যান
(গ) কার্ল ল্যান্ডস্টেইনার
(ঘ) এডওয়ার্ড জেনার

16. Who invented the bifocal glasses?
(a) Thomas Alva Edison
(b) Benjamin Franklin
(c) Evangelista
(d) Isaac Newton

বাইফোকাল চশমা কে আবিষ্কার করেন?
(ক) থমাস আলভা এডিসন
(খ) বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
(গ) ইভানজেলিস্তা
(ঘ) আইজ্যাক নিউটন

17. Who invented the mobile phone?
(a) Joseph Wilson
(b) Edwin Land
(c) Martin Cooper
(d) John Lloyd Wright

মোবাইল ফোন কে আবিষ্কার করেন?
(ক) জোসেফ উইলসন
(খ) এডউইন ল্যান্ড
(গ) মার্টিন কুপার
(ঘ) জন লয়েড রাইট

18. Who invented the Band-aid?
(a) Earle Dickson
(b) Alan Gant
(c) Louis Pasteur
(d) Frank Epperson

ব্যান্ড-এইড কে আবিষ্কার করেন?
(ক) আর্ল ডিকসন
(খ) অ্যালান গ্যান্ট
(গ) লুই পাস্তুর
(ঘ) ফ্রাঙ্ক এপপারসন

19. Physical Research Laboratory was founded by:
(a) S. K. Mitra
(b) Homi Bhaba
(c) C. V. Raman
(d) Vikram Sarabhai

ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন কে?
(ক) এস. কে. মিত্র
(খ) হোমি ভাবা
(গ) সি. ভি. রমন
(ঘ) বিক্রম সারাভাই

20. Louis Pasteur was known for discovery of:
(a) Polio vaccine
(b) Small pox vaccine
(c) Chicken pox vaccine
(d) Rabies vaccine

লুই পাস্তুর কোন টিকার আবিষ্কারের জন্য পরিচিত?
(ক) পোলিও টিকা
(খ) গুটি বসন্তের টিকা
(গ) চিকেন পক্সের টিকা
(ঘ) জলাতঙ্কের টিকা

21. Who is considered to be the 'father of modern genetics'?
(a) Charles Darwin
(b) Gregor Mendel
(c) Alexander Fleming
(d) Otto Hahn

আধুনিক জিনতত্ত্বের জনক কাকে বলা হয়?
(ক) চার্লস ডারউইন
(খ) গ্রেগর মেন্ডেল
(গ) আলেকজান্ডার ফ্লেমিং
(ঘ) ওটো হান

22. What among the following is FALSE about the Richter scale?
(a) It was developed by Charles Richter and Gutenberg in 1935.
(b) It is a logarithmic scale.
(c) It can be measured using a seismometer.
(d) Magnitude of 8-9 on a Richter scale means it is a micro earthquake.

রিখটার স্কেল সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল?
(ক) এটি ১৯৩৫ সালে চার্লস রিখটার এবং গুটেনবার্গ তৈরি করেন।
(খ) এটি একটি লগারিদমিক স্কেল।
(গ) এটি সিসমোমিটার দিয়ে মাপা যায়।
(ঘ) রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্পকে মাইক্রো ভূমিকম্প বলা হয়।

23. Who is called India's Child surgeon?
(a) Akrit Pran Jaswal
(b) Tathagat Avtar Tulsi
(c) Nischal Narayanain
(d) Sudhina Verma

ভারতের শিশু সার্জন কাকে বলা হয়?
(ক) আকৃত প্রণ যশওয়াল
(খ) তথাগত অবতার তুলসী
(গ) নিশ্চল নারায়ণন
(ঘ) সুধীনা ভার্মা

24. Which of the following technological inventions came first?
(a) Telegraph
(b) Telephone
(c) Telescope
(d) Teletype

নিচের কোন প্রযুক্তিগত আবিষ্কারটি প্রথম হয়েছিল?
(ক) টেলিগ্রাফ
(খ) টেলিফোন
(গ) টেলিস্কোপ
(ঘ) টেলিটাইপ

25. In 1831, electricity became viable for use in technology when ________ created the electric dynamo.

1831 সালে কে ইলেকট্রিক ডায়নামো তৈরি করে বিদ্যুৎকে প্রযুক্তিতে ব্যবহারযোগ্য করে তোলেন?

26. The instrument used to regulate temperature to a particular degree is called:
(a) Thermostat
(b) Pyrometer
(c) Thermometer
(d) Thermocouple

নির্দিষ্ট মাত্রায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত যন্ত্রটি হল:
(ক) থার্মোস্ট্যাট
(খ) পাইরোমিটার
(গ) থার্মোমিটার
(ঘ) থার্মোকাপল

27. Air Quality Index is:
(a) A measuring instrument of air pollution.
(b) A number.
(c) For measuring humidity level.
(d) For forecasting rain.

এয়ার কোয়ালিটি ইনডেক্স হল:
(ক) বায়ু দূষণের পরিমাপক যন্ত্র
(খ) একটি সংখ্যা
(গ) আর্দ্রতার মাত্রা মাপার জন্য
(ঘ) বৃষ্টির পূর্বাভাসের জন্য

28. Punched card is also called:
(a) Hollerith card
(b) Sound card
(c) Video card
(d) Accelerator card

পাঞ্চ কার্ডকে আর কী বলা হয়?
(ক) হোলেরিথ কার্ড
(খ) সাউন্ড কার্ড
(গ) ভিডিও কার্ড
(ঘ) অ্যাক্সেলারেটর কার্ড

29. Which of the following gases are responsible for the greenhouse gas effect on Earth?
(a) Water Vapour and Carbon dioxide
(b) Carbon dioxide and Nitrogen
(c) Carbon dioxide and Methane
(d) Ozone and Methane

নিচের কোন গ্যাসগুলো পৃথিবীর গ্রিনহাউস গ্যাস প্রভাবে দায়ী?
(ক) জলীয়বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড
(খ) কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রোজেন
(গ) কার্বন ডাই-অক্সাইড ও মিথেন
(ঘ) ওজোন ও মিথেন

30. Who is thought to have invented the thermo-scope?
(a) Galileo Galilei
(b) Isaac Newton
(c) Copernicus
(d) J. Kepler

থার্মোস্কোপ আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়?
(ক) গ্যালিলিও গ্যালিলেই
(খ) আইজ্যাক নিউটন
(গ) কোপার্নিকাস
(ঘ) জে. কেপলার

31. Who invented Penicillin?
(a) Ian Fleming
(b) Alexander Fleming
(c) Stephen Hawking
(d) Alexander Graham Bell

পেনিসিলিন কে আবিষ্কার করেন?
(ক) ইয়ান ফ্লেমিং
(খ) আলেকজান্ডার ফ্লেমিং
(গ) স্টিফেন হকিং
(ঘ) আলেকজান্ডার গ্রাহাম বেল

32. A lie detector apparatus is also known as a:
(a) Polygraph
(b) Barograph
(c) Seismograph
(d) Polarimeter

লায় ডিটেক্টর যন্ত্রকে আর কী বলা হয়?
(ক) পলিগ্রাফ
(খ) ব্যারোগ্রাফ
(গ) সিসমোগ্রাফ
(ঘ) পোলারিমিটার





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.