ভারতের স্বাধীনতা সংগ্রাম ।। India's freedom struggle

ভারতের স্বাধীনতা সংগ্রাম

ভারতের স্বাধীনতা সংগ্রাম
📚 UPSC, WBCS, SLST সহ 50+ সরকারি পরীক্ষার জন্য উপযোগী

1. In which year did Hindu College become known as Presidency College? – 1855 📘
হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়? – ১৮৫৫ সালে।


2. When was Serampore College established? – 1818 🎓
শ্রীরামপুর কলেজ কবে স্থাপিত হয়? – ১৮১৮ সালে।


3. Who was the President of the first session of the Indian National Congress? – Womesh Chunder Bonnerjee 🧑‍⚖️
কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি হন? – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।


4. Who was the founder of the Indian National Congress? – Allan Octavian Hume 🏛️
জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? – অ্যালান অক্টোভিয়ান হিউম।


5. When was the Indian Councils Act enacted? – 1892 📜
'ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট' কবে চালু হয়? – ১৮৯২ সালে।


6. Who was the editor of the journals ‘Kesari’ and ‘Maratha’? – Bal Gangadhar Tilak 📰
'কেশরী' ও 'মারাঠা' পত্রিকা দু'টির সম্পাদক কে ছিলেন? – বালগঙ্গাধর তিলক।


7. Why did the Congress abandon the policy of petitions and requests? – Due to the government's hostile attitude ❌📩
কংগ্রেস 'আবেদন-নিবেদনমূলক নীতি' পরিত্যাগ করেছিল কেন? – সরকারের বিরূপ মনোভাব লক্ষ্য করে।


8. On which date was the Partition of Bengal officially announced? – 19 July 1905 📅
কোন তারিখে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষিত হয়? – ১৯০৫ সালের ১৯ জুলাই।


9. When did the Partition of Bengal come into effect? – 16 October 1905 📆
বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কবে কার্যকরী হয়? – ১৯০৫ সালের ১৬ অক্টোবর।


10. What was the name of the new province formed after the Partition of Bengal? – Eastern Bengal and Assam 🗺️
বঙ্গভঙ্গের ফলে গড়ে ওঠা নতুন প্রদেশের নাম কী? – পূর্ববঙ্গ ও অসম।


11. When was the Partition of Bengal annulled? – 1911 ❎🧾
বঙ্গভঙ্গ কবে রদ হয়? – ১৯১১ সালে।


12. Who organized the ‘Ganapati’ and ‘Shivaji’ festivals? – Bal Gangadhar Tilak 🥁
'গণপতি' ও 'শিবাজী' উৎসবদ্বয়ের ব্যবস্থা কে করেছিলেন? – বালগঙ্গাধর তিলক।


13. Who said ‘Swaraj is my birthright’? – Bal Gangadhar Tilak ✊
'স্বরাজ আমার জন্মগত অধিকার' – এই উক্তিটি কার? – বালগঙ্গাধর তিলক।


14. Where was the third Congress session held and how many delegates attended? – Madras, 607 delegates 🏟️
কংগ্রেসের তৃতীয় অধিবেশন কোথায় হয়েছিল ও কতজন প্রতিনিধি এতে যোগদান করেছিলেন? – মাদ্রাজে, ৬০৭ জন।


15. What was the first success of the Congress-led constitutional movement? – Indian Councils Act, 1892 ⚖️
কংগ্রেস কর্তৃক পরিচালিত শাসনতান্ত্রিক আন্দোলনের প্রথম সাফল্য কী? – ১৮৯২ সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বিধিবদ্ধতা।


16. Under whose supervision was the National Conference held in Calcutta in 1884? – Surendranath Banerjee and Ananda Mohan Bose 🤝
১৮৮৪ সালে কলকাতায় কাদের তত্ত্বাবধানে জাতীয় সম্মেলন হয়? – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু।


17. Name a Muslim president during the early phase of the Congress – Badruddin Tyabji ☪️
কংগ্রেসের আদি পর্বের একজন মুসলমান সভাপতির নাম কী? – বদরুদ্দিন তোয়েবজী।


18. Who were known as ‘Lal-Bal-Pal’? – Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak, and Bipin Chandra Pal 🔥
'লাল-বাল-পাল' নামে কারা পরিচিত ছিলেন? – লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল।


19. When was the Indian Universities Act passed? – 1904 🏫
'ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন' কতসালে বিধিবদ্ধ হয়? – ১৯০৪ সালে।


20. Who attempted to assassinate Kingsford? – Khudiram Bose and Prafulla Chaki 💣
কিংসফোর্ডকে কারা হত্যার চেষ্টা করেছিলেন? – ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী।


21. Who was the first revolutionary martyr of Bengal? – Khudiram Bose 🕊️
বাংলার প্রথম বিপ্লবী শহীদ কে? – ক্ষুদিরাম বসু।


22. When was the Morley-Minto Reforms introduced? – 1909 🏛️
'মর্লে-মিন্টো সংস্কার' কবে প্রবর্তিত হয়? – ১৯০৯ সালে।


23. When did the Lucknow Pact take place? – 1916 🤝
'লখনউ চুক্তি' কবে হয়? – ১৯১৬ সালে।


24. When did World War I begin? – 1914 🌍⚔️
প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? – ১৯১৪ সালে।


25. When did the Jallianwala Bagh massacre take place? – 13 April 1919 🩸
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? – ১৯১৯ সালের ১৩ এপ্রিল।


26. Who led the Jallianwala Bagh massacre? – Brigadier General Dyer 👨‍✈️
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন? – ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার।


27. Who initiated the Satyagraha movement? – Mohandas Karamchand Gandhi ✊🕊️
'সত্যাগ্রহ' আন্দোলনের সূত্রপাত কে করেন? – মোহনদাস করমচাঁদ গান্ধী।


28. Who founded the Swaraj Party? – Deshbandhu C.R. Das and Motilal Nehru 🏛️
স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কারা? – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু।


29. Who was referred to as 'Masterda' by Indian revolutionaries? – Surya Sen 🎖️
ভারতের বিপ্লবীরা কাকে 'মাস্টারদা' নামে অভিহিত করতেন? – সূর্য সেন।


30. When did the Hind-Khilafat movement begin? – 1922 📿🕌
হিন্দ-খিলাফৎ আন্দোলন কবে শুরু হয়? – ১৯২২ সালে।


31. When was the Hunter Committee formed? – 1919 ⚖️
'হান্টার কমিটি' কবে তৈরি হয়? – ১৯১৯ সালে।


32. After which incident did Gandhi call off the Non-Cooperation Movement? – Chauri Chaura incident 🔥
কোন ঘটনার পর মোহনদাস গান্ধী অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেন? – চৌরিচরার ঘটনার পর।


33. What was the first student organisation in India? – Academic Association (initiated by H.L.V. Derozio) 🎓
ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম কী? – হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও'র 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন'।


34. Who first advocated structured governance under British rule? – Raja Rammohan Roy & Dwarkanath Tagore (1829, Town Hall) 🏛️
ভারতে ব্রিটিশ শাসনের জন্য নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থার উদ্যোগ কারা নেন? – রাজা রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুর।


35. Which journal first reported atrocities of Indigo planters and zamindars? – Kaleidoscope, Feb 1830 🗞️
নীলকর সাহেব ও জমিদারদের অত্যাচার কোন পত্রিকায় প্রথম উঠে আসে? – ‘Kaleidoscope’, ১৮৩০ সালের ফেব্রুয়ারিতে।


36. When did Christian missionary Alexander Duff come to Calcutta? – 1806 ✝️
খ্রিস্টান মিশনারি আলেকজান্ডার ডাফ কবে কলকাতায় আসেন? – ১৮০৬ সালে।


37. Who was the Education Secretary during Lord Bentinck’s tenure? – Dr. H.H. Wilson 📚
লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সময় শিক্ষা বিভাগের সচিব কে ছিলেন? – ড. এইচ. এইচ. উইলসন।


38. When was the English evening daily 'The East Indian' first published? – 1 June 1831 📰
ইংরেজি সান্ধ্য দৈনিক 'The East Indian' কবে প্রকাশিত হয়? – ১৮৩১ সালের ১ জুন।


39. (Point 39 was missing — skipped) ⛔


40. Who was the teacher of H.L.V. Derozio? – David Drummond 🧑‍🏫
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও'র শিক্ষাগুরু কে ছিলেন? – ডেভিড ড্রামন্ড।


41. Who first criticized Alexander Duff’s religious intolerance in writing? – Reverend Krishnamohan Bandyopadhyay 🖋️
ডাফ-এর ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রথম লিখিত সমালোচনা কে করেন? – রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।


42. Who founded Hindu College on 20 January 1817? – Sir Edward Hyde East, Maharaja of Burdwan, Gopi Mohan Deb, Radhakanta Deb & others 🏫
১৮১৭ সালের ২০ জানুয়ারি হিন্দু কলেজ গঠিত হয় কারা? – এডওয়ার্ড হাইড ইস্ট, গোপীমোহন দেব, রাধাকান্ত দেব প্রমুখ।


43. When did Indians begin to be appointed to high government posts? – 1833 (Charter Act) 🏢
কবে থেকে ভারতীয়রা সরকারি উচ্চপদে নিযুক্ত হতে শুরু করেন? – ১৮৩৩ সালের সনদের মাধ্যমে।


44. When were East India Company employees prohibited from associating with newspapers? – December 1828 📑🚫
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীদের সংবাদপত্রে যুক্ত থাকার বিষয়ে নিষেধাজ্ঞা কবে? – ১৮২৮ সালের ডিসেম্বর।


45. Who was the first elite Bengali intellectual to marry a widow before the legalisation of widow remarriage? – Dakshinaranjan Mukhopadhyay 💍
বিধবা বিবাহ আইন প্রণয়নের আগেই কে বিধবা বিবাহ করেন? – দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।


46. Which law introduced in 1849 was called 'Black Act' by the British? – Law for legal equality (by Secretary Halliday) ⚖️🖤
১৮৪৯ সালের কোন আইনকে ব্রিটিশরা 'কালা কানুন' আখ্যা দেয়? – হ্যালিডে প্রণীত ইউরোপীয় ও ভারতীয়দের আইনের দৃষ্টিতে সমান দেখার আইন।


47. Where was Jatindranath Bandopadhyay’s ancestral home? – Khana, Burdwan 🏡
যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি কোথায়? – বর্ধমান জেলার খানা গ্রামে।


48. Where did Rash Behari Bose work before joining the revolution? – Commissariat Office, Northern India 🧾
বিপ্লবে যোগ দেওয়ার আগে রাসবিহারী বসু কোথায় চাকরি করতেন? – উত্তর ভারতের সামরিক বিভাগে।


49. Which bill was under discussion when Bhagat Singh and Batukeshwar Dutt threw bombs in Delhi Assembly (1929)? – Public Safety Bill 💣📜
১৯২৯ সালের ৮ এপ্রিল দিল্লিতে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত যে সময় বোমা ছোঁড়েন, কোন বিল নিয়ে আলোচনা চলছিল? – 'পাবলিক সেফটি বিল'।


50. Where was Batukeshwar Dutt’s ancestral home? – Oyari, Burdwan 🏘️
বটুকেশ্বর দত্তের আদি বাড়ি কোথায়? – বর্ধমান জেলার ওঁয়াড়ি গ্রামে।


51. At which INC session was Purna Swaraj demanded but not accepted due to Gandhi’s opposition? – 43rd Session, Park Circus, Calcutta (Dec 1928 – Jan 1929) 🇮🇳🗳️
কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উঠলেও গান্ধীর বিরোধিতায় গৃহীত হয়নি? – ১৯২৮ সালের ২৯ ডিসেম্বর থেকে ১৯২৯ সালের ১ জানুয়ারি, কলকাতার পার্ক সার্কাসে ৪৩তম অধিবেশন।


52. When was Kasturba Gandhi sentenced to 6 months in prison by the British? – 7 February 1933 👩‍⚖️
কস্তুরবা গান্ধীকে ব্রিটিশ সরকার কবে ৬ মাসের কারাদণ্ড দেয়? – ১৯৩৩ সালের ৭ ফেব্রুয়ারি।


53. Who composed the tune of India’s national song ‘Vande Mataram’? – Rabindranath Tagore (1896, 12th INC Session) 🎶
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দেমাতরম' গানে সুর কে দেন? – রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৬ সালের কংগ্রেস অধিবেশনে)।


54. When did the All-India Muslim League cancel the 'Pak-i-stan Plan'? – 1933 Session (Partition accepted in 1940) 🕌
সর্বভারতীয় মুসলিম লিগ কবে 'পাকিস্তান পরিকল্পনা' বাতিল করে? – ১৯৩৩ সালের অধিবেশনে।


55. When did Cooch Behar become part of West Bengal? – 1 January 1950 🗺️
কোচবিহার কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? – ১৯৫০ সালের ১ জানুয়ারি।


56. When did the Manbhum language movement occur? – 1952 🗣️
মানভূমে ভাষা আন্দোলন কবে হয়? – ১৯৫২ সালে।


57. Who chaired the Language Commission after the Manbhum movement? – Hridaynath Kunju (1954) 📑
মানভূম আন্দোলনের পর ভাষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? – হৃদয়নাথ কুঞ্জু।


58. When was Manbhum district created? – 1833 (headquarters: Manbazar) 🏞️
মানভূম জেলা কবে গঠিত হয়? – ১৮৩৩ সালে (সদর: মানবাজার)।


59. When was the Jungle Mahal region formed? – 1805 🌲
জঙ্গল মহল কবে গঠিত হয়? – ১৮০৫ সালে।


60. Who led the Chuars’ rebellion in 1767 in Jungle Mahal? – Kama Singh and Bisan Singh ⚔️
জঙ্গল মহলের চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন? – কাঁমা সিং ও বিসন সিং।


61. When was 'Bhagat Singh Day' first observed? – 30 June 1929 (by Naujawan Bharat Sabha) 🕊️
‘ভগৎ সিং দিবস’ প্রথম কবে পালিত হয়? – ১৯২৯ সালের ৩০ জুন।


62. When was Peshawar briefly independent under rebel control? – 25 April to 4 May 1930 🏴
পেশোয়ার কবে ১০ দিনের জন্য স্বাধীন ছিল? – ১৯৩০ সালের ২৫ এপ্রিল থেকে ৪ মে।


63. Who led the Naga rebellion against the British? – Jadu Nang 🏹
ব্রিটিশদের বিরুদ্ধে নাগারা কার নেতৃত্বে বিদ্রোহ করেন? – যাদু নাঙ।


64. Which party did Chandrashekhar Azad lead? – Hindustan Socialist Republican Army 🔥
চন্দ্রশেখর আজাদ কোন দলের নেতা ছিলেন? – হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাব্লিকান আর্মি।


65. When were 17 revolutionaries sentenced in the Birbhum Conspiracy Case? – 24 September 1934 📜
বীরভূম রাজনৈতিক ষড়যন্ত্র মামলায় কবে রায় হয়? – ১৯৩৪ সালের ২৪ সেপ্টেম্বর।


66. Which school did Gandhi establish in South Africa for Indian self-reliance? – Phoenix School 🏫
গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন বিদ্যালয় গড়েন? – ফিনিক্স বিদ্যালয়।


67. When did Gandhi first visit Santiniketan to meet Tagore? – 17 February 1915 🤝
রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গান্ধী কবে শান্তিনিকেতনে যান? – ১৯১৫ সালের ১৭ ফেব্রুয়ারি।


68. Who supervised the Alipore Bomb Case for police? – Shams-ul-Alam (Deputy Superintendent) 👮‍♂️
আলিপুর বোমা মামলার তত্ত্বাবধায়ক কে ছিলেন? – শামস-উল-আলম।


69. Who opened the Anushilan Samiti center at Sunamganj in Sylhet? – Nagendranath Dutta (Girija Babu) 🛡️
শ্রীহট্টের সুনামগঞ্জে 'অনুশীলন সমিতি' কে চালু করেন? – নগেন্দ্রনাথ দত্ত (গিরিজা বাবু)।


70. When did General Dyer testify before the Hunter Committee? – 19 November 1919 🧾
জেনারেল ডায়ার কবে হান্টার কমিটির কাছে সাক্ষ্য দেন? – ১৯১৯ সালের ১৯ নভেম্বর।


71. When was the emergency power bill passed in India? – 6 February 1919 🚨
ভারতে জরুরি অবস্থা জারির ক্ষমতা কবে সরকারের হাতে দেওয়া হয়? – ১৯১৯ সালের ৬ ফেব্রুয়ারি।


72. Where was martial law first imposed in India? – Gujranwala, Lahore, and Amritsar (15 April 1919) 🚫⚖️
ভারতে প্রথম কোথায় মার্শাল ল জারি হয়? – গুজরানওয়ালা, লাহোর ও অমৃতসরে।


73. Who was the first secretary of the Berlin Committee? – Virendranath Chattopadhyay 🌍✉️
'বার্লিন কমিটি'র প্রথম সম্পাদক কে ছিলেন? – বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।


74. What were Raja Rammohan Roy’s key areas of reform? – Vedantic monotheism, Christian ethics, Western knowledge 📖
রাজা রামমোহন রায় কোন কোন বিষয়ের উপর জোর দেন? – বেদান্ত, খ্রিস্টীয় নীতিবোধ ও পাশ্চাত্য জ্ঞান।


75. Which political thinkers influenced Gandhi’s thought? – Tilak, Aurobindo, and Gokhale 🧠
গান্ধীর রাজনৈতিক চিন্তায় কাদের প্রভাব ছিল? – তিলক, অরবিন্দ ও গোখলে।


76. What was the core of Raja Rammohan Roy’s philosophy? – Vedantic religion (not secularism) 🕉️
রামমোহনের কাজের কেন্দ্রবিন্দু কী ছিল? – বেদান্ত প্রতিপাদিত সত্যধর্ম।


77. Who first said self-reliance is the first step to Swaraj? – Ishwarchandra Bandopadhyay (Vidyasagar) 🧵
স্বরাজের প্রথম ধাপ স্বাবলম্বন – এই মত কে প্রথম দেন? – ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় (বিদ্যাসাগর)।


78. When was Dayanand Saraswati’s Arya Samaj founded in Rajkot? – 1875 🛕
স্বামী দয়ানন্দ সরস্বতীর 'সমাজ' কবে রাজকোটে স্থাপিত হয়? – ১৮৭৫ সালে।


79. 🏫 Who first proposed a national education system in India? – Prosannakumar Thakur (June 1839, during the foundation of Hindu College Pathsala)
ভারতে 'জাতীয় শিক্ষা' ব্যবস্থার কথা প্রথম কে তোলেন? – প্রসন্নকুমার ঠাকুর (১৮৩৯ সালের জুনে হিন্দু কলেজ পাঠশালা প্রতিষ্ঠার সময়)।

80. 📘 Who founded ‘Hindu Hitarthi Vidyalaya’ and when? – Debendranath Tagore & Akshaykumar Dutta, in 1846
'হিন্দু হিতার্থী বিদ্যালয়' কে ও কবে স্থাপন করেন? – দেবেন্দ্রনাথ ঠাকুর ও অক্ষয়কুমার দত্ত, ১৮৪৬ সালে।

81. 📚 Who exposed British motives behind sugar import duties? – Prithwish Chandra Ray (1899, in The Indian Sugar Duties)
চিনির ওপর আমদানি শুল্ক চাপানোর পেছনে ব্রিটিশদের উদ্দেশ্য কে প্রথম প্রকাশ করেন? – পৃথ্বীশচন্দ্র রায় (‘The Indian Sugar Duties’, ১৮৯৯)।

82. ⚖️ Who had maximum representation in Congress sessions from 1892–1909? – Hindu lawyers
১৮৯২ থেকে ১৯০৯ সাল পর্যন্ত কংগ্রেস অধিবেশনে কারা সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেন? – হিন্দু আইনজীবীরা।

83. 🧕 When did Sister Nivedita meet Aurobindo Ghosh in Baroda? – 20 October 1902
ভগিনী নিবেদিতা কবে বরোদায় অরবিন্দ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন? – ১৯০২ সালের ২০ অক্টোবর।

84. ✍️ Who first wrote Mazzini’s biography in Urdu? – Lala Lajpat Rai
উর্দু ভাষায় ম্যাৎসিনীর জীবনী প্রথম কে লেখেন? – লালা লাজপৎ রাই।

85. 🏰 When and where was the first Shivaji Utsav held? – Raigad, 15 April 1896
প্রথম 'শিবাজী উৎসব' কবে ও কোথায় হয়? – রায়গড়ে, ১৮৯৬ সালের ১৫ এপ্রিল।

86. 📰 Who was the editor of Shivajir Diksha? – Sakharam Ganesh Deuskar
‘শিবাজীর দীক্ষা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? – সখারাম গণেশ দেউস্কর।

87. 💍 What was the name of Aurobindo Ghosh's wife? – Mrinalini Ghosh
অরবিন্দ ঘোষের স্ত্রীর নাম কী ছিল? – মৃণালিনী ঘোষ।

88. 🏛️ When was the Civil Service Exam introduced in India? – 1853
সিভিল সার্ভিস পরীক্ষার সূচনা কবে হয়? – ১৮৫৩ সাল।

89. 📜 When was the bill for Indian recruitment in Civil Services passed in Britain? – 1869
সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ সংক্রান্ত বিল ব্রিটেনে কবে পাস হয়? – ১৮৬৯ সালে।

90. 🇬🇧 Why are Argyll and Salisbury known? – They were Secretaries of State for India
আর্গিল ও সলসবেরি কী কারণে বিখ্যাত? – তারা ব্রিটেনে ভারত সচিব ছিলেন।

91. 🌐 Who was Joseph Chamberlain? – Colonial Secretary of Britain in the late 19th century
জোসেফ চেম্বারলেন কে ছিলেন? – ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটেনের উপনিবেশ সচিব।

92. 📖 Who wrote Problems of the Far East? – Lord Curzon
‘Problems of the Far East’ গ্রন্থটি কে লেখেন? – লর্ড কার্জন।

93. 🧾 When was simultaneous civil service exam proposal raised in the UK Parliament? – 1893
ইংল্যান্ড ও ভারতে একসঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তাব কবে ওঠে? – ১৮৯৩ সালে।

94. 🗺️ When did Bengal become a separate province under a Lieutenant Governor? – 20 April 1854
লেফটেন্যান্ট গভর্নরের অধীনে বাংলা কবে স্বতন্ত্র প্রদেশ হয়? – ১৮৫৪ সালের ২০ এপ্রিল।

95. 📐 What was Bengal’s area in 1855–56? – 2,53,000 sq miles; population: 4 crores
১৮৫৫-৫৬ সালে বাংলার আয়তন কত ছিল? – ২,৫৩,০০০ বর্গ মাইল; জনসংখ্যা: ৪ কোটি।

96. 📬 Who first proposed partitioning Bengal to improve administration? – John Lawrence (1867–68)
বঙ্গভঙ্গের প্রস্তাব প্রথম কে দেন? – জন লরেন্স, প্রশাসনিক কারণ দেখিয়ে (১৮৬৭-৬৮)।

97. 🗂️ When was Assam separated from Bengal for administration? – During Lord Northbrook’s tenure (1874)
আসামকে প্রশাসনিক কারণে কবে বাংলা থেকে আলাদা করা হয়? – লর্ড নর্থব্রুকের সময়ে, ১৮৭৪ সালে।

98. 🧱 Who first proposed creating a new province with parts of Bengal and Assam? – Sir William Ward (1896)
চট্টগ্রাম বিভাগসহ নতুন প্রদেশ গঠনের প্রস্তাব প্রথম কে দেন? – স্যার উইলিয়াম ওয়ার্ড, ১৮৯৬ সালে।

99. 📊 When was the first census conducted in British India? – 1872 (Population of Bengal: 6.7 crores)
ব্রিটিশ ভারতে প্রথম জনগণনা কবে হয়? – ১৮৭২ সালে।

100. 📄 When was the 'Rizley Paper' drafted for merging parts of Bengal with Assam? – 3 December 1903
চট্টগ্রাম বিভাগসহ পূর্ববঙ্গকে আসামের সঙ্গে যুক্ত করতে 'রিজলে পেপার' কবে তৈরি হয়? – ১৯০৩ সালের ৩ ডিসেম্বর।

101. ✉️ Who proposed the 1905 Partition of Bengal? – Sir Andrew Fraser and Sir Herbert Risley
১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রস্তাব কে দেন? – স্যার অ্যান্ড্রু ফ্রেজার ও স্যার হার্বার্ট রিজলে।

102. 🧑‍⚖️ Who was the first Lieutenant Governor of East Bengal and Assam after partition? – Bamfield Fuller
বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গ ও আসামের প্রথম ছোটলাট কে ছিলেন? – ব্যামফিল্ড ফুলার।

103. 💷 How much loan did Lord Curzon offer to Nawab Salimullah of Dhaka? – £1,00,000 (at nominal interest)
লর্ড কার্জন নবাব সলিমুল্লাহ খাঁকে কত টাকা ঋণ দিতে চান? – ১ লক্ষ পাউন্ড।

104. 🇬🇧 When did Lord Curzon send the partition proposal to England? – 2 February 1905
লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব কবে ইংল্যান্ডে পাঠান? – ১৯০৫ সালের ২ ফেব্রুয়ারি।

105. 🚫 Who opposed the partition proposal in the Secretary of State's Council? – Sir Alfred
ভারত সচিবের কাউন্সিলে বঙ্গভঙ্গ প্রস্তাব কে বিরোধিতা করেন? – স্যার আলফ্রেড।

106. 🗓️ When was the official Bengal Partition Notification issued? – 19 July 1905
বঙ্গভঙ্গের সরকারি আদেশনামা কবে জারি হয়? – ১৯০৫ সালের ১৯ জুলাই।

107. 🛍️ Which newspaper first called for boycott of foreign goods against partition? – Sanjiwani, 22 June 1905
বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিদেশি দ্রব্য বয়কটের প্রথম ডাক দেয় কোন পত্রিকা? – ‘সঞ্জীবনী’, ২২ জুন ১৯০৫।

108. 🔥 When did Bengal Partition take effect? – 16 October 1905
বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে? – ১৯০৫ সালের ১৬ অক্টোবর।

109. 📉 How many districts did Bengal lose due to partition? – 15 districts
বঙ্গভঙ্গের ফলে বাংলা কতটি জেলা হারায়? – ১৫টি জেলা।

110. 🧕🧑‍🤝‍🧑 Which community became majority in East Bengal and Assam after partition? – Muslims (about 6 million more)
বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গ ও আসামে কোন সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হয়? – মুসলমানরা (প্রায় ৬০ লাখ বেশি)।


111. 🇮🇳 When was "Vande Mataram" first written on the national flag? – In 1905
জাতীয় পতাকায় প্রথম 'বন্দে মাতরম' কবে লেখা হয়? – ১৯০৫ সালে।


112. 📜 What happened after the annulment of Bengal Partition in 1911? – Bihar & Orissa were separated from Bengal; East Bengal merged back, increasing Muslim majority and weakening Hindu nationalist unity.
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়ে কী হয়? – বিহার ও ওড়িশা বাংলার থেকে আলাদা হয়, আর পূর্ববঙ্গ আসাম থেকে আলাদা হয়ে বাংলার সঙ্গে যুক্ত হয়, ফলে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হয় ও হিন্দুদের জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল হয়।


113. 📅 When was the upper age limit for Civil Service exams 21 years? – In 1864 (22 years in 1859; reduced to 19 in 1876)
সিভিল সার্ভিস পরীক্ষার ঊর্ধ্ব বয়সসীমা কবে ২১ বছর ছিল? – ১৮৬৪ সালে (১৮৫৯-এ ছিল ২২, ১৮৭৬-এ কমে ১৯ বছর হয়)।

114. 🏛️ What was the full name of Governor-General Lord Lytton? – Robert, Earl of Lytton
ভারতের গভর্ণর জেনারেল লর্ড লিটনের পুরো নাম কী ছিল? – রবার্ট আর্ল অফ লিটন।

115. 📚 Who contributed to Indian economic historiography? – Ramesh Chandra Dutt
ভারতের অর্থনৈতিক ইতিহাস লিখে কে ইতিহাস রচনায় সাহায্য করেন? – রমেশচন্দ্র দত্ত।

116. 🕊️ What was Surendranath Banerjee’s political stance? – To raise Indian grievances without antagonizing the British; not focused on Swaraj.
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিমুখ কী ছিল? – ইংরেজদের বিরক্ত না করে ভারতীয়দের অভিযোগ আন্দোলনের মাধ্যমে তুলে ধরা; স্বরাজ নিয়ে চিন্তাই করেননি।

117. ❌ When was the idea of boycotting foreign goods first raised in India? – In 1881
ভারতে প্রথম বিদেশী দ্রব্য বয়কটের কথা কবে ওঠে? – ১৮৮১ সালে।


118. 🎭 Who initiated Swadeshi promotion through ‘Hindu Mela’? – Nabagopal Mitra (1886)
‘হিন্দুমেলা’র মাধ্যমে স্বদেশী প্রচারের উদ্যোগ কে নেন? – নবগোপাল মিত্র (১৮৮৬)।


119. 👴 Which freedom fighter was popularly known as "Kaka"? – G.V. Joshi of Maharashtra
‘কাকা’ নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন? – মহারাষ্ট্রের জি.ভি. যোশী।

120. 🏪 Who pioneered indigenous business promotion through 'Swadeshi Bhandar'? – Rabindranath Tagore (1897)
‘স্বদেশী ভান্ডার’ খুলে কে দেশীয় ব্যবসার পথ দেখান? – রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৭ সালে)।

121. 👗 Who founded 'Lakshmi Bhandar'? – Sarala Devi (1903)
‘লক্ষ্মীর ভান্ডার’ কে প্রতিষ্ঠা করেন? – সরলা দেবী (১৯০৩)।

122. 🏛️ Who started the tradition of Swadeshi industrial exhibitions at Congress sessions? – J. Chaudhuri (1901)
কংগ্রেস অধিবেশনে স্বদেশী শিল্প প্রদর্শনীর সূচনা কে করেন? – জে. চৌধুরী (১৯০১ সালে)।


123. ✋ Who initiated the practice of taking vows to use Swadeshi goods? – Surendranath Banerjee (28 September 1905, Kalighat, Kolkata)
স্বদেশী দ্রব্য ব্যবহারে শপথ নেওয়ার প্রথা কে চালু করেন? – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (২৮ সেপ্টেম্বর ১৯০৫, কালীঘাট)।


124. 🛍️ Who joined the boycott movement solely for the promotion of Indian industries? – Mahadev Govind Ranade and Gopal Krishna Gokhale
শুধু জাতীয় শিল্পের বিকাশের উদ্দেশ্যে কারা বয়কট আন্দোলনে অংশ নেন? – মহাদেব গোবিন্দ রানাডে ও গোপালকৃষ্ণ গোখলে।


125. 💰 Who were most vocal and generous in supporting the anti-partition movement? – Zamindars of East Bengal fearing loss due to Permanent Settlement
বঙ্গভঙ্গের বিরুদ্ধে কারা সবচেয়ে বেশি অর্থ সাহায্য করেন? – পূর্ববঙ্গের জমিদাররা (চিরস্থায়ী বন্দোবস্ত হারানোর আশঙ্কায়)।

126. 🫱🏽‍🫲🏾 Which organization of Ashwini Kumar Dutta had the most impact on both Hindus and Muslims? – Swadesh Bandhab Samiti
অশ্বিনীকুমার দত্তের কোন সংগঠন হিন্দু-মুসলমানের মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তার করে? – স্বদেশ বান্ধব সমিতি।

127. 🏭 Who was the first Indian to set up a steel plant under Swadeshi inspiration? – J.N. Tata (TISCO)
স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভারতে প্রথম ইস্পাত কারখানা কে গড়েন? – জে.এন. টাটা (TISCO)।


128. 🏢 When was the 'Indian Industrial Association' founded? – In 1899 (First Secretary: Pramathanath Bose)
‘ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন’ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৮৯৯ সালে (প্রথম সম্পাদক: প্রমথনাথ বসু)।



129. 🏛️ “The whole of India is now a vast prison. So what difference does it make whether I am in jail or at home?” – Chittaranjan Das
“সমস্ত ভারতই আজ এক বিশাল কারাগার। সুতরাং কী এসে যায় যদি আমাকে জেলের ভিতর নিয়ে যাওয়া হয় বা বাড়িতে থাকি।” – চিত্তরঞ্জন দাশ


---

130. 🕌 “Hindus and Muslims are two distinct nations; hence their political interests are different.” – Sir Syed Ahmed Khan
“হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি, তাই উভয়ের রাজনৈতিক স্বার্থ আলাদা।” – স্যার সৈয়দ আহমেদ খান


---

131. 🤝 “Hindus and Muslims are two children of the same mother.” – Sir Syed Ahmed Khan
“হিন্দু-মুসলমান হল একই জননীর দুই সন্তান।” – স্যার সৈয়দ আহমেদ খান


---

132. ⚠️ “When public excitement is at its peak, the order to withdraw a movement is nothing less than a national calamity.” – Subhas Chandra Bose
“জনগণের উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই আন্দোলন প্রত্যাহারের আদেশ জাতীয় বিপর্যয় অপেক্ষা কম নয়।” – সুভাষচন্দ্র বসু


---

133. 🕊️ “Swaraj will come within one year.” – Mahatma Gandhi
“এক বছরের মধ্যে স্বরাজ আসবে।” – মহাত্মা গান্ধী


---

134. ⏳ “The promise of achieving Swaraj in one year is not only immature but also childish imagination.” – Subhas Chandra Bose
“এক বছরের মধ্যে স্বরাজ আনার প্রতিশ্রুতি শুধুমাত্র অবিজ্ঞচিতই নয়, তা শিশুসুলভ কল্পনামাত্র।” – সুভাষচন্দ্র বসু


---

135. 💪 “Only the brave and strong can win and preserve freedom.” – Swami Vivekananda
“কেবল সাহসী ও শক্তিমানরাই স্বাধীনতা অর্জন ও রক্ষা করতে পারে।” – স্বামী বিবেকানন্দ


---

136. 🔗 “British rule is illusion and bondage.” – Aurobindo Ghosh
“ব্রিটিশ শাসন হল মায়া ও বন্ধন।” – অরবিন্দ ঘোষ


---

137. 🔄 “Swadeshi and boycott are two essential sides of the same coin; one cannot flourish without the other.” – Sister Nivedita
“স্বদেশি ও বয়কট হল একই জিনিসের দুটি প্রয়োজনীয় দিক, একটিকে বাদ দিয়ে অপরটি বিকশিত হতে পারে না।” – ভগিনী নিবেদিতা


---

138. 🎓 “The Creator entrusted Vidyasagar with the task of civilizing Bengal.” – Rabindranath Tagore
“বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়াছিলেন।” – রবীন্দ্রনাথ ঠাকুর


---

139. 🔨 “Indian Communism is not Bolshevism.” – Singaravelu Chettiar
“ভারতীয় কমিউনিজম বলশেভিজম নয়।” – সিঙ্গারাভেলু চেট্টিয়ার


---

140. ❤️ “He who loves living beings serves God.” – Swami Vivekananda
“জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।” – স্বামী বিবেকানন্দ


---

141. 🇮🇳 “Reading Swamiji’s works multiplied my love for the motherland a thousandfold.” – Mahatma Gandhi
“তাঁর (স্বামীজির) বচনাবলি পাঠ করে মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্রগুণ বৃদ্ধি পেয়েছে।” – মহাত্মা গান্ধী


---

142. 🧠 “Congress was born in the brain of Dufferin.” – Lala Lajpat Rai
“ডাফরিনের মস্তিষ্ক থেকেই কংগ্রেসের জন্ম হয়।” – লালা লাজপত রাই


---

143. 🌍 “Jesus is my will, Socrates is my intellect, Chaitanya is my heart, Hindu sages are my soul, and philosopher Howard is my right hand.” – Keshab Chandra Sen
“প্রভু যিশু আমার ইচ্ছা, সক্রেটিস আমার মস্তিষ্ক, শ্রীচৈতন্য আমার হৃদয়, হিন্দু ঋষি আমার আত্মা এবং দার্শনিক হাওয়ার্ড আমার দক্ষিণ হস্ত।” – কেশবচন্দ্র সেন


---

144. 🕊️ “Nationalism is the religion of the modern world.” – Christopher Lloyd
“জাতীয়তাবাদ হল আধুনিক বিশ্বের ধর্ম।” – ক্রিস্টোফার লয়েড


---

145. 👣 “After Sri Ramakrishna, I follow Vidyasagar.” – Swami Vivekananda
“রামকৃষ্ণ দেবের পর আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি।” – স্বামী বিবেকানন্দ


---

146. 📖 “If Sri Ramakrishna is living Vedanta, then Swamiji is its interpreter.” – Bal Gangadhar Tilak
“শ্রীরামকৃষ্ণ যদি হন জীবন্ত বেদান্ত, তবে সেই বেদান্তের ভাষ্যকার স্বামী বিবেকানন্দ।” – বালগঙ্গাধর তিলক


---

147. 💧 “Water is one, but some call it ‘Water’, some ‘Jol’, and some ‘Pani’.” – Sri Ramakrishna Paramahamsa
“জল এক, কিন্তু কেউ তাকে বলে ‘ওয়াটার’, কেউ বলে ‘জল’, আবার কেউ বলে ‘পানি’।” – শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব


---

148. 🌟 “The heart, words, and life of Sri Ramakrishna are the dearest treasures of humanity.” – Dr. Sylvain Lévi
“শ্রীরামকৃষ্ণের হৃদয়, বাণী ও জীবন সমগ্র মানবজাতির একান্ত আপনার সম্পদ।” – ড. সিলভা লেভি


---

149. 🔥 “Swamiji’s ideology is relevant in all ages.” – Aurobindo Ghosh
“স্বামীজির ভাবধারা সর্বযুগেই প্রাসঙ্গিক।” – অরবিন্দ ঘোষ


---

150. 🌹 “I am a communist. We want full independence for India now, socialism can come later.” – Singaravelu Chettiar
“আমি একজন কমিউনিস্ট। আমরা এখনই ভারতের পূর্ণ স্বাধীনতা চাই, পরে সমাজতন্ত্র।” – সিঙ্গারাভেলু চেট্টিয়ার


---

151. 👑 “He (Swamiji) is the father of Indian freedom—political, cultural, and spiritual.” – Chakravarti Rajagopalachari
“তিনি (স্বামীজি) ভারতীয় স্বাধীনতার জনক—আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনিই পিতা।” – চক্রবর্তী রাজা গোপালাচারী










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.