PRACTICE SET -1
All COMPITITIVE EXAMS.
1.মাইটোটিক (M) দশার ক-টি ভাগ?
(a) 2
(b) 3
(c) 4
(d) 6
2.আলুর ব্লাইট ভাইরাস - হল-
(a) ঘনাকাকার
(b) দণ্ডাকার
(c) ডিম্বাকার
(d) গোলাকার
3.কোন প্রকারের ক্যানসার সর্বাপেক্ষা বেশি দেখা যায়?
(a) সারকোমা
(b) কারসিনোমা
(c) লিম্ফোমা
(d) লিউকেমিয়া
4.খাদ্য পরিপাকে সহায়তা করে এমন ব্যাকটেরিয়া হল-
(a) এসেরিচিয়া কোলাই
(b) ব্যাসিলাস কোলাই
(c) ক্লসট্রিডিয়াম বটুলিনাম
(d) অ্যাজেটোব্যাকটর
5.অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ হল-
(a) গ্লুকোজ
(b) প্রোটিন
(c) PGA
(d) PGALD
6.নিচের কোনটি একটি সন্ধানী ব্যাকটেরিয়া?
(a) ক্লসট্রিডিয়াম টিটেনি
(b) এসেরিচিয়া কোলাই
(c) সিউডোমোনাস
(d) করনিব্যাকটেরিয়াম ডিপথেরি
7.সোয়ান কোশ কোথায় দেখা যায়?
(a) সেলবডি
(b) অ্যাক্সন
(c) ডেনড্রন
(d) কোনোটিই নয়
8.হস্টোরিয়া দেখা যায় যে উদ্ভিদদেহে সেটি হল-
(a)স্বর্ণলতা
(b)অপরাজিতা
(c)ম্যানগ্রোভ উদ্ভিদ
(d)কোনটাই নয়
9.মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত?
(a)120/80mm
(b)120/ 60 mm
(c)120/ 65 mm
(d)কোনটাই নয়
10.মানব শরীরে হৃৎপিন্ডে যথেষ্ট পরিমাণে রক্ত সরবরাহ না হলে, তাকে কী বলা হয়?
(a) ইস্কিমিয়া
(b)গস্কিমিয়া
(c)পস্কিমিয়া
(d)এস্কিমিয়া
11.মানুষের দেহে দীর্ঘতম স্নায়ু হল-
(a) অপটিক
(b) অলফ্যাক্টরি
(c) সায়াটিক
(d) ভেগাস
12.মানুষের হেলাকোশের মাইটোসিসে দীর্ঘতম পিরিয়ড কোনটি?
(a) G, দশা
(b) S-দশা
(c) G, দশা
(d) M-দশা
13.ক্রোমোজোম সংখ্যার গুণিতক হারে বৃদ্ধিকে বলে?
(a) হ্যাপ্লয়েডি
(b) ডিপ্লয়েডি
(c) মনোপ্লয়েডি
(d) পলিপ্লয়েডি
14.জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাস হল -
(a) ভ্যাকসিনিয়া
(b) রেবিস ভাইরাস
(c) HIV
(d) মাম্পস ভাইরাস
15.প্লাজমা অবস্থা হল -
(a) একটি সাধারণ অবস্থা
(b) অতি নিম্ন উম্মতার অবস্থা
(c) আয়নিত অবস্থা
(d) অতি উচ্চ উষ্ণতায় আয়নিত অবস্থা
16. DNA ও RNA উভয়ই বিদ্যমান কোন ভাইরাসে?
(a) MS ফাজ
(b) পোলিও ভাইরাস
(c) রস সারকোমা
(d) মাম্পস ভাইরাস
17.টিউমার সাপ্রেসর জিনের উৎস -
(a) কোশীয় উৎস
(b) ভাইরাল উৎস
(c) (a) এবং (b) উভয়েই
(d) কোনোটিই নয়
18.কোন্ বিভাজনকে হ্রাস বিভাজন বলে?
(a) মাইটোসিস
(b) মিয়োসিস
(c) অ্যামাইটোসিস
(d) এর কোনোটিই নয়
19.ক্রোমোমিয়ার সৃষ্টি হয়
(a) ক্রোমাটিন ঘনীভূত হয়ে
(b) প্রোটিন ঘনীভূত হয়ে
(c) নিউক্লিওপ্রোটিন ঘনীভূত হয়ে
(d) সবগুলির মিশ্রণে
20.কোনো কারণে স্বাভাবিক কোশের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় -
(a) হাইপারপ্লাসিয়া
(b) মেটাপ্লাসিয়া
(c) হাইপারট্রফি
(d) কোনোটিই নয়
21.DNA-তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত বা RNA তে থাকে-
(a) অ্যাডিনিন
(b) গুয়ানিন
(c) ইউরাসিল
(d) সাইটোসিন
22.সালোকসংশ্লেষ শুরুর প্রথম ধাপ হল-
(a) জলের ফোটোলাইসিস
(b) ATP সৃষ্টি
(c) গ্লুকোজ তৈরি
(d) আলোক শোষণের জন্য ক্লোরোফিল অণুর উত্তেজনা
23. মেসোডার্ম কলা থেকে উৎপন্ন যোগকলা থেকে গঠিত টিউমারকে বলে -
(a) কারসিনোমা
(b) সারকোমা
(c) অ্যাডিনোমা
(d) লিম্ফোমা
24.কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব হল -
(a) ইন্টারফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ
25.ATP এবং NADPH, কখন সংশ্লেষিত হয়?
(a) শুধুমাত্র PS-IA
(b) শুধুমাত্র PS-II
(c) PS-1 and PS-II
(d) ফোটোলাইসিস
Answers
1- c, 2 - b, 3-b, 4–a, 5–c, 6 —b, 7– b,8 –a, 9 –a, 10 –a, 11–c, 12–a ,13 –d, 14 –b , 15 –d, 16 –c, 17-a, 18 -b,
19 - a, 20 - b, 21- c , 22- d ,23 - b,
24 - a, 25 - c