ভারতের জাতীয় আন্দোলন
1.ভারতছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন?
(a) লর্ড মাউন্টব্যাটেন
(b) লর্ড আরউইন
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড লিনলিথগো
2.ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলে?
(a) বাল গঙ্গাধর তিলক
(b) অরবিন্দ ঘোষ
(c) বিপিন চন্দ্র পাল
(d) লালা লাজপত রায়
3.ভারতমাতা (1905) চিত্রটি তৈরি করেন-
(a) ভগিনী নিবেদিতা
(b) অবনীন্দ্রনাথ ঠাকুর
(c) সরলা দেবী
(d) কুমুদিনী দেবী
4.ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে' এই বিখ্যাত গানটি কার লেখা?
(a) রাসবিহারী বসু
(b) জি. কে. গোখলে
(c) অতুলপ্রসাদ সেন
(d) লাল বাহাদুর শাস্ত্রী
5.মুসলিম লিগ কবে 'Devide and Quit' স্লোগান দিয়েছিল?
(a) 1939 খ্রিস্টাব্দে
(b) 1940 খ্রিস্টাব্দে
(c) 1942 খ্রিস্টাব্দে
(d) 1943 খ্রিস্টাব্দে
6.রানি গাহিদিনিলু কোন্ স্থানের স্বাধীনতা সংগ্রামী ছিলেন?
(a) আসাম
(b) নাগাল্যান্ড
(c) মণিপুর
(d) এলাহাবাদ
7.'ব্যক্তিগত সত্যাগ্রহ' আন্দোলনে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে, দ্বিতীয়জন কোন্ ব্যক্তি ছিলেন?
(a) রাজেন্দ্র প্রসাদ
(b) জে. এল. নেহরু
(c) সি. রাজাগোপালাচারী
(d) সর্দার প্যাটেল
8.নিম্নের কোনটি প্রবাসী রাজনীতিবিদ এম. এন. রায়-এর সমাজতন্ত্রী সংবাদপত্র?
(a) কিষাণ সভা
(b) দি শ্রমিক
(c) অগ্রদূত
(d) অনুশীলন
9.গান্ধি-আরউইন চুক্তির বিরোধিতার মূল কারণ-
(a) ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে ফাঁসি দেওয়ার কারণে
(b) কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছিল
(c) আইন অমান্য আন্দোলন স্থগিত করেছিল
(d) কারণ চুক্তিটির একটি স্ব-বিরোধিতা ছিল
10.1932 সালে 'সর্বভারতীয় হরিজনসভা' কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) অ্যানি বেসান্ত
(b) বি. আর. আম্বেদকর
(c) মহাত্মা গান্ধী
(d) ডি. কে. রঙ্গরাও
11. নিম্নলিখিতদের মধ্যে কে বিপ্লবী হলেও পরবর্তীকালে যোগী ও দার্শনিক হয়েছিলেন?
(a) বি. জি. তিলক
(b) অ্যানি বেসান্ত
(c) লালা লাজপত রায়
(d) অরবিন্দ ঘোষ
12. নিম্নলিখিত কোন্ ব্যক্তি আগস্ট প্রস্তাবের সঙ্গে যুক্ত ছিলেন?
(a) ওয়াভেল
(b) আরউইন
(c) লিনলিথগো
(d) মাউন্টব্যাটেন
13. কে প্রথম স্বরাজের ধারণা আন্দোলনের লক্ষ্যরূপে তুলে ধরেন?
(a) অশ্বিনীকুমার দত্ত
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(d) সখারাম গণেশ দেউস্কর
14. চিত্তরঞ্জন দাশ কবে হিন্দু-মুসলিম চুক্তির মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে আন্দোলনের মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করেন?
(a) 1923 খ্রিস্টাব্দে
(b) 1924 খ্রিস্টাব্দে
(c) 1925 খ্রিস্টাব্দে
(d) 1926 খ্রিস্টাব্দে
15.প্রথম বিশ্বযুদ্ধের পর সক্রিয় গদর পার্টি সদস্যদের মূল ঘাঁটি কোথায় ছিল?
(a) মধ্য আমেরিকা
(b) উত্তর আমেরিকা
(c) পশ্চিম আমেরিকা
(d) দক্ষিণ আমেরিকা
16.কে 'ভারত ছাড়ো আন্দোলন'-কে 1857-এর পরে সর্বাধিক গুরুতর বিদ্রোহ বলেছিলেন?
(a) বুজভেল্ট
(b) চেম্বারলেন
(c) চার্চিল
(d) লর্ড লিনলিথগো
17.টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
(a) 1875 খ্রিস্টাব্দে
(b) 1861 খ্রিস্টাব্দে
(c) 1862 খ্রিস্টাব্দে
(d) 1858 খ্রিস্টাব্দে
18.দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বুলেন্স পরিষেবা গঠনের জন্য পেন হার্স্টের লর্ড হার্ডিঞ্জ 1915 খ্রিস্টাব্দে কাকে 'কাইজার-ই-হিন্দ' উপাধি দিয়েছিলেন?
(a) বালগঙ্গাধর তিলক
(b) মহাত্মা গান্ধি
(c) সুভাষচন্দ্র বোস
(d) মহম্মদ ইকবাল
19.'স্বাধীনতা হীনতায় কে বাঁচিয়ে চায় হে, কে বাঁচিতে চায়'-রচয়িতা কে?
(a) দ্বিজেন্দ্রনাথ রায়
(b) হেমচন্দ্র ব্যানার্জী
(c) নবীনচন্দ্র সেন
(d) রঙ্গলাল ব্যানার্জী
20.কোন্ ইংরেজ বাংলাদেশকে 'অশান্তির উৎস' বলে অভিহিত করেন?
(a) লর্ড কার্জন
(b) কালহিল
(c) ডাফরিন
(d) হিউম
21. ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার পিছনে কোন্ কারণগুলি ছিল?
(a) জনসাধার ছিল সম্পূর্ণ নেতৃত্বহীন
(b) ভারতের সব রাজনৈতিক দল ও মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে নামেনি
(c) 1942 খ্রিস্টাব্দে মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলের প্রবল ঘূর্ণিঝড় ও বন্যা
(d) সবগুলি ঠিক
22.দ্য ইয়ং ইন্ডিয়া' সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
(a) মহাত্মা গান্ধি
(b) হেমচন্দ্র ব্যানার্জী
(c) নবীনচন্দ্র সেন
(d) রঙ্গলাল ব্যানার্জী
23."হিন্দু স্বরাজ''গ্রন্থটির প্রণেতা কে?
(a) বালগঙ্গাধর তিলক
(b) মহাত্মা গান্ধি
(c) সুভাষচন্দ্র বোস
(d) মহম্মদ ইকবাল
24. ভারতে প্রথম সর্বভারতীয় ধর্মঘট কবে হয়েছিল?
(a) 6 এপ্রিল, 1919 সালে।
(b) 7এপ্রিল, 1919 সালে।
(c)8এপ্রিল, 1919 সালে।
(d) 9এপ্রিল, 1919 সালে।
25. সিডিশন কমিটি কবে হয়েছিল?
(a)1917 সালে
(b)1923 সাল
(c)1945 সাল
(d)1912 সাল