ভূগোল
1.ভূমিক্ষয় রোধের উদ্দেশ্যে নিচের কোন্ ধরনের চাষ প্রথা ব্যবহার করা হয়?
(A) স্ট্রিপ ত্রুপিং
(B)✓ কনটোর ফার্মিং
(C) রেটুন ক্রপিং
(D) লিপার্ড ক্রপিং
2. পডজল কথাটির অর্থ-
(A) ধূসর
(B) বাদামি
(C) হলুদ
(D) শক্ত
3. কোন রাজ্যে সবচেয়ে বেশি র্যাভাইন ল্যান্ড দেখা যায়?
(A)✓ উত্তরপ্রদেশ
(B) গুজরাট
(C) মধ্যপ্রদেশ
(D) ছত্তিশগড়
4.ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মাটি দেখা যায়?
(A) লোহিত মৃত্তিকা
(B)✓ রেগুর মৃত্তিকা
(C) ভাঙ্গর মৃত্তিকা
(D) ভাদাড় মৃত্তিকা
5.পঞ্চ ন্যাশনাল পার্কের অপর নাম কী?
(A) শিবাজি
(B) যোগরাজ
(C)✓ প্রিয়দর্শিনী
(D) মানধাওয়া
6. বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা
(A)21
(B) 18
(C) 17
(D) 23
7. রানি ঝাঁসি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
(A)✓ আন্দামান নিকোবর
(B) গোয়া
(C) লাদাখ
(D) পাঞ্জাব
8. মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
(A) কেরল
(B) ছত্তিশগড়
(C)✓ তামিলনাড়ু
(D) তেলেঙ্গানা
9.ভারতের প্রথম পেট্রোরসায়ন কারখানা অবস্থিত হয় যে স্থানে-
(A) কালোল
(B) সানন্দ
(C) ট্রম্বে
(D)✓ ভাদোদরা
10 .2018-19 বর্ষে নিচের কোন্ শিল্পকে রূগ্ন বলে ঘোষণা করা হয়?
(A) HMT
(B) SAIL
(C) NLL
(D) NIPC
11.ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক?
A) অন্ধ্রপ্রদেশ
B) কেরালা
C)✓ উত্তরপ্রদেশ
D) পশ্চিমবঙ্গ
12.ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক?
A) অন্ধ্রপ্রদেশ
B) কেরালা
C) উত্তরপ্রদেশ
D)✓ পশ্চিমবঙ্গ
13. কোন মেঘ থেকে শিলাবৃষ্টি হয়?
A) কিউমুলাস
B)✓ কিউমুলোনিম্বাস
C) স্ট্রাটাস
D) নিম্বাস
14. কোন অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত?
A) √ 25°-35° উত্তর অক্ষাংশ
B) 45°-55° দক্ষিণ অক্ষাংশ
C) 50°-60° উত্তর অক্ষাংশ
D)25°-45° উত্তর অক্ষাংশ
15. লরিঙ্গা' ম্যানগ্রোভ কোথায় অবস্থিত?
(A) গুজরাট
(B) কেরালা
(C) ওড়িশা
(D) অন্ধ্রপ্রদেশ
16 .কুমারী নদীটি কোন নদীর উপনদী?
(A) মহানদী
(B) দামোদর
(C) কংসাবতী
(D) অজয়
17. নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে:
(A) রায়ডাক
(B) সঙ্কোশ
(C) কালজানি
(D) চেল
18. ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল অবস্থিত
(A) রুদ্রপ্রয়াগ-এ
(B) দেবপ্রয়াগ-এ
(C) হরিদ্বার-এ
(D) এলাহাবাদ-এ
19. ভারতের প্রথম 'G. I. Tag' প্রাপ্ত পদার্থ হল
(A) এলাচ
(B) দার্জিলিং চা
(C) বাসমতি চাল
(D) গোবিন্দভোগ চাল
20. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশ
(B) কর্ণাটক
(C) অন্ধ্রপ্রদেশ
(D) মহারাষ্ট্র
21. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?
(A) 4
(B) 6
(C) 5
(D) 3
22. চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে?
(A) সিকিম - ভূটান
(B) নেপাল - সিকিম
(C) বিহার - নেপাল
(D) অসম - বাংলাদেশ
23. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
(A) ছোটো আন্দামান-এ
(B) বৃহৎ নিকোবর-এ
(C) দক্ষিণ আন্দামান-এ
(D) উত্তর আন্দামান-এ
24. তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে
(A) 1 জুন, 2013
(B) 1 জুন, 2014
(C) 1 জুন, 2015
(D) 1 জুন, 2016
25. দামোদর ভ্যালি কর্পোরেশন হল
(A) ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা
(B) পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
(C) ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ে সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা
(D) পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা