ভারতের ইতিহাস
প্রাচীন যুগ
1.স্বস্তিকা চিহ্নটি প্রথম কোন সভ্যতায় লক্ষ্য করা যায়?
ক. সিন্ধু সভ্যতায়
খ.বৈদিক সভ্যতায়
গ.দুই
ঘ.কোনটাই নয়
2. গুপ্তযুগে কোন দুই দেবতার মূর্তি প্রথম দেখা যায়?
ক.বিষ্ণু
খ. শিব
গ.সূর্য
ঘ.ক ও খ
3.অশ্বঘোষ কার রাজসভার শোভাবর্ধন করেন?
ক.কনিষ্কধ
খ.হষবধন
গ.রাম পাল
ঘ.শশাঙ্ক
4.বাংলার প্রথম স্বাধীন রাজা হিসাবে কাকে ঘোষণা করা হয়?
ক.গোপালকে
খ.হষবধন
গ.রাম পাল
ঘ.শশাঙ্ক
5.অজন্তার গুহাটি কোন সময় তৈরি হয়?
ক.গুপ্তযুগে
খ.পাল যুগে
গ.সেন যুগ
ঘ.কণিষ্ক
6. 'এশিয়ার আলো' কাকে বলা হয়?
ক. গৌতম বুদ্ধকে
খ.হষবধনকে
গ.শশাঙ্ককে
ঘ.মহীপালকে
7.পল্লব বংশের শেষ রাজা কে?
ক .অপরাজিত বর্মন
খ.যশো বর্মন
গ.অপরাগ বর্মন
ঘ.কোনটাই নয়
8.বাংলার আদি নাম কী?
ক. গৌড়
খ.কণসুবণ
গ.কর্ণফুলী
ঘ.কোনটাই নয়
সুলতানী যুগ
9.কে প্রথম সুলতান উপাধি নেন?
ক. মামুদ
খ.কুতুবউদ্দিন
গ.ইলতুৎমিস
ঘ.কোনটাই নয়
10.কোন সুলতানের আমলে ইবন-বতুতা ভারতে আসেন?
ক.মহঃ বিন তুঘলক
খ.বলবন
গ.আলাউদ্দিন খলজি
ঘ.মহম্মদ বিন তুঘলক
11.ভারতের মুসলিম রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
ক. মহম্মদ ঘোরি
খ.কুতুবউদ্দিন
গ.ইলতুৎমিস
ঘ.কোনটাই নয়
12. কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না?
(a) কুতুবউদ্দিন আইবক
(b) ইলতুতমিস
(c) আলাউদ্দিন খিলজি
(d) বলবন
13.কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন?
ক. তৈমুর
খ. ইক্তিয়াবুদ্দিন বিন বক্তিয়ার খিলজি
গ.চেঙ্গিজ খাঁ
ঘ.আবদুল রহিম খান ই খানান
14.খুতবার অর্থ হল
ক.শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ।
খ.রাজকীয় আদেশনামা
গ .একটি কর
ঘ.ধর্মীয় আদেশনামা
15.আলাউদ্দিন খিলজী-র দাক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ ছিলেন-
ক.আইনুল মুল্ক মুলতানি
খ.নুসরাত খান
গ.মালিক কাফুর
ঘ. উলুঘ খান
16.'বিনয় পত্রিকা' ও 'রামচরিত মানস' কে রচনা করেন?
তুলসিদাস
কৃত্তিবাস
আবুল ফজল
কোনটাই নয়
মুঘল যুগ
17.ইতিমাত-উদ-দৌলা সৌধ কে তৈরি করেন?
নূরজাহান
শাহাজাহান
আকবর
হুমায়ূন
18.'সফরনামা' কাব্যের রচনা করেন কে?
ইব্রাহিম কায়ুম ফারুকী
রামদাস
তুলসী দাস
কোনটাই নয়
19.আকবরের সভাসদ বীরবলের আসল নাম কী?
মহেশ দাস
মহেশ খাঁ
মহেশ পাল
মহেশ ভাট্ট
20. কোন যুগে উর্দু ভাষার জন্ম হয়?
মোগল যুগে
সুলতানী যুগে
দুই
কোনটাই নয়
21.মোগল যুগের দুটি বিখ্যাত বন্দরের নাম কর?
সুরাট
কালিকট
সপ্তগ্রাম
দুই
22.'আইন-ই-আকবরি' কে রচনা করেন?
আবুল ফজল
আলবেরুনি
বদায়ুনী
কোনটাই নয়
23. কে ফার্সি ভাষায় 'রামায়ণ' রচনা করেন?
বদায়ুনী
আবুল ফজল
আলবেরুনি
কোনটাই নয়
24. হিন্দু নারীদের 'সতী' প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়?
a) আকবর
(b) শাহজাহান
(c) জাহাঙ্গী
(d) ঔরঙ্গাজেব
25. আকবরের দ্বারা প্রবর্তিত মনসবদারী প্রথাটি কোথা থেকে নেওয়া হয়েছিল?
(a) মঙ্গোলিয়া
(b) পার্সিয়া
(c) তুরস্ক
(d) আফগানিস্তান