সাধারণ বিজ্ঞান
ভৌতবিজ্ঞান
1.ব্যাতিচার কী?
A.আলোর উপরি পাতন
B.আলোর নিম্ন পাতন
C.আলোর মধ্য পাতন
D.আলোর পাশ্ব পাতন
2.অসম আকৃতির কোনো বস্তুর আয়তন নির্ণয় করার জন্য কী ব্যবহার করা হয়?
A. আর্কিমিডিসের সূত্র।
B.নিউটনের সূত্র
C.পাস্তুর সূত্র
D কোনটাই নয়।
3.শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত?
A.3×10° মিটার/সেকেন্ড
B.5×10° মিটার/সেকেন্ড
C.7×10° মিটার/সেকেন্ড
D.9×10° মিটার/সেকেন্ড
4.শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত
A.17 মিটার
B.16 মিটার
C.18 মিটার
D.15 মিটার
5.অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলোকে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করতে হয়
A.ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হয়।
B.লঘুথেকে ঘন মাধ্যমে প্রবেশ করতে হয়।
C.ঘন থেকে বায়ূ মাধ্যমে প্রবেশ করতে হয়।
D.কোনটাই নয়
6. সূচি ছিদ্র ক্যামেরায় আলোর কোন ধর্ম প্রকাশ পায়-
A.আলোর সরল রৈখিক গতি
B.আলোর বক্ররৈখিক গতি
C.আলোর কাম রৈখিক গতি
D.কোনটাই নয়
7.আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে কোন রাশির কোনো পরিবর্তন হয় না-
A.তরঙ্গ দৈর্ঘ্য
B.আধান
C.মাইক্রোওয়েভ
D.কোনটাই নয়
8.কোনো বস্তু বৃত্ত পথে আবর্তন করলে বস্তুটিকেন্দ্রাভিমুখী একটি বল অনুভব করে এই বলটি কী-
A অভিকেন্দ্র বল
B.অপকেন্দ্রিক বল
C. দুই
D. কোনটাই নয়
9.বর্ষাকালে শব্দের গতিবেগ বেশি হওয়ার কারণ কী বেশি
A. বায়ুর সান্দ্রতা
B.বায়ুর তন্দ্রতা
C. বায়ুর মন্দ্রতা
D.বায়ুর প্রবল্যতা
10.আলোর ক্ষুদ্রতম কণা কী?
A.ফোটন
B.ইলেকট্রন
C.নিউটন
D.কোনটাই নয়
11. বাল্বের ফিলামেন্টের মূল বৈশিষ্ট্য হল-
A.উচ্চ গলনাঙ্ক
B. উচ্চ রোধাঙ্ক
C.A ও B
D.কোনটাই নয়
12.ফিউজ তারের মূল বৈশিষ্ট্য
A.উচ্চ রোধাঙ্ক
B. নিম্ন গলনাঙ্ক
C.A ও B
D.কোনটাই নয়
13. তারের প্রস্থচ্ছেদ বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের মান
A. হ্রাস পাবে
B বৃদ্ধি পাবে
C.A ও B
D.কোনটাই নয়
14.ফ্যারাডে কীসের একক
A.আধান
B. চুম্বকের
C. বায়ুর সান্দ্রতা
D.কোনটাই নয়
15. অ্যাম্পিয়ার ঘন্টা কীসের একক
A আধান
B. চুম্বকের
C. বায়ুর সান্দ্রতা
D.কোনটাই নয়
16.যে যন্ত্রের দ্বারা A.C বিভবকে DC বিভবে পরিণত করা হয়, তাকে বলে
ক.রেক্টিফায়ার
খ.চেক্টিফায়ার
গ.ক্টিফায়ার
ঘ.কোনটাই নয়
17.ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে?
A.তড়িৎ চুম্বকীয় আবেশ
B. চুম্বকীয় আবেশ
C.দুই
D.কোনটাই নয়
18.একটি নিউটন কণার ভর-
A.একটি ইলেট্রনের ভরের সমান
B.একটি ইলেট্রনের ভরের বেশি
C.একটি ইলেট্রনের ভরের কম
D.একটি প্রোটন ভরের সমান
19. কৃত্রিম উপগ্রহের সাহায্যে যোগাযোগ ব্যবস্থায় যে তরঙ্গ ব্যবহার করা হয়
A.মাইক্রোওয়েভ
B.রেক্টিফায়ার
C.দুই
D.কোনটাই নয়
20. কোনো তড়িৎ দ্বিমেরুর মধ্য বিন্দুতে তড়িৎ বিভব কত হবে
A.O
B.2
C.3
D.7
21. কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য টেনে 1% বাড়লে, তারের রোধ কতটা বৃদ্ধি পাবে
A.2%
B.3%
C.4%
D.5%
22. পেরিস্কোপ হল
আলোর অসংখ্যক প্রতিফলনের উদাহরণ
আলোর অসংখ্যক প্রতিসরণের উদাহরণ
আলোর অসংখ্যক প্রতিবিম্বের উদাহরণ।
23.পারসেক হল
A. জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের একক
B.আলোর গতিবেগের দূরত্বের একক
C.শব্দের গতিবেগের দূরত্বের একক
D.কোনটাই নয়
24. সমাবর্তন হল-
A. তির্যক তরঙ্গের বিশেষ ঘটনা
B.আলোর নিম্ন পাতন
C.আলোর মধ্য পাতন
D.আলোর পাশ্ব পাতন
25. বরফ গলনের লীনতাপ হল-
A.80 cal/gm
B.70 cal/ gm
C.60 cal/ gm
D.কোনটাই নয়
Answers CLICK HERE