WBPSC
BY- AMITAVA SIR
Pratice Set
English vocabulary
1.চারটি বিকল্পের মধ্যে, প্রদত্ত শব্দ/বাক্যটিকে প্রতিস্থাপিত করতে পারে এমন বিকল্পটি নির্বাচন করুন।
যেটি হল "Unclear"
অস্পষ্ট
A.Doubtless
সন্দেহাতীত
B.Uncertain
অনিশ্চিত
C.Controversial
বিতর্কিত
D.Ambiguous
অনিশ্চিত
2.Fill in the blank with the correct option in the given sentence:
He was a true _____math and at the same time a virtuoso storyteller.
তিনি একজন সত্যিকারের _____ গণিত এবং একই সাথে একজন গুণী গল্পকার ছিলেন।
A.pseudo
ছদ্ম
B.super
C.contra
বিপরীত
D.poly
বহু
3.The students ___________ the teacher on teachers’ day for twenty years of dedicated teaching.
শিক্ষার্থীরা ___________ শিক্ষক দিবসে শিক্ষককে বিশ বছরের নিবেদিত শিক্ষাদানের জন্য।
A.facilitated
সুবিধাজনক
B.felicitated
অভিনন্দিত
C.fantasized
কল্পনা করা
D.fecilitated
সুবিধাজনক
4.Find out the right word to complete the following sentence:
The government punished him because of his —--- activities.
তার —--- কর্মকাণ্ডের কারণে সরকার তাকে শাস্তি দিয়েছে।
(A) illegal
অবৈধ
(B) antisocial
অসামাজিক
(C) charitable
দাতব্য
(D) shameful
লজ্জাজনক
5.Choose the correct form of the verb from the option given below.
By the time we reached home the rain —--
ততক্ষণে আমরা বাড়ি পৌঁছলাম বৃষ্টি
(A) has stopped
থেমে গেছে
(B) had stopped
বন্ধ হয়ে গিয়েছিল
(C) has been stopped
বন্ধ করা হয়েছে
(D) was stopping
থামছিল
6.Fill in the blank with an appropriate word from the list below:
Early to bed and early to rise ----- wealthy and wise. a man healthy,
তাড়াতাড়ি বিছানায় এবং তাড়াতাড়ি উঠতে ----- ধনী ও জ্ঞানী। একজন সুস্থ মানুষ,
(A) make
(B) made
(C) have made
(D) makes
7. Choose from the list below the most appropriate word to fill in the blank.
An action which is most difficult and almost impos- sible to explain is ----
একটি কাজ যা সবচেয়ে কঠিন এবং ব্যাখ্যা করা প্রায় অসম্ভব তা হল —-
(A) unavoidable
অনিবার্য
(B) inexplicable
ব্যাখ্যাতীত
(C) indescribable
বর্ণনাতীত
(D) incoherent
অসংলগ্ন
Grammar
8.Fill in the blank with an appropriate preposition from the listed below:
The policeman seized him —-- his arm and led himaway.
পুলিশ তাকে ধরে --- তার হাত ধরে নিয়ে যায়
(A) by
(B) with
(C) at
(D) on
9.Fill in the blank with an appropriate preposition from the list below:
Rita's mother did not approve —--- returning home so late at night.
রীতার মা রাজি না —--- এত রাতে বাড়ি ফেরা।
(A) for
(B) on
(C) to
(D) of
10.Fill in the blank with an approprioate preposition given below:
Ratan entered the room and locked —--- painting on the wall.
রতন ঘরে ঢুকে তালা লাগিয়ে দিল—--- দেয়ালে পেইন্টিং।
(A) at
(B) down
(C) up
(D) in
11.Fill in the blank with an appropriate preposition from the list below:
The Emperor Akbar ruled —-- a vast kingdom.
সম্রাট আকবর শাসন করেছিলেন --- একটি বিশাল রাজ্য।
(A) with
(B) over
(C) on
(D) by
12.Fill in the blank with appropriate preposition from the list.
He persisted —-- hoping against hope.
(a) in
(b) on
(c) with
(d) for
sentence structure
13.Of the four which sentence is correctly punctuated?
(a) The educative value of Travelling is also too great.
(b) The, educative value, of Travelling is also too great.
(c) The educative value - of Travelling - is also too great.
(d) The educative value, of Travelling is also too great!
14. Choose from the following, the correct indirect form of the sentence given.
I said to the boy, "I like you".
(a) I told the boy that I liked him.
(b) That I liked the boy I told him.
(c) I liked the boy because I told that to him.
(d) The boy was liked by me.
15. Identify the tense used in the following sentence.
I have been working on the problem.
(a) Past Perfect Tense
(b) Past Continuous Tense
(c) Present Continuous Tense
(d) Present Prefect Tense
16.Rakesh asked me, "Did you see the cricket match on TV last night?"
(a) Rakesh asked me whether I had seen the cricket match on TV the earlier night.
(b) Rakesh asked me did I see the cricket match on TV the last night.
(c) Rakesh asked me whether I saw the cricket match on TV the earlier night.
(d) Rakesh asked me whether I had seen the cricket match on TV last night.
17. Change the Voice.
We have warned you.
(a) Warned you have been.
(b) Have you been warned.
(c) We have you warned.
(d) You have been warned.
18. Change the Voice.
The seller lowered the prices.
(a) The prices lowered by seller.
(b) The prices were lowered by seller.
(c) Down went prices by seller.
(d) The seller got down the prices.
19.Change the Voice.
Please help me.
(a) You have been requested to help me.
(b) You were requested to help me.
(c) You are being requested to help me.
(d) You are requested to help me.
20. Change the Voice.
Why do you waste time?
(a) Why is time been wasted by you?
(b) Why is time wasted by you?
(c) Why is time being wasted by you?
(d) Why has time been wasted by you?
synonym
21. The synonym of supercilious is
(a) officious
অফিসিয়াল
(b) superficial
পৃষ্ঠীয়
(c) delicious
সুস্বাদু
(d) haughty
উদ্ধত
22. The word 'beleaguered' means
(a) Belittled
অপমানিত
(b) Benefitted
উপকৃত
(c) Troubled
সমস্যাযুক্ত
(d) Irritated
বিরক্ত
23. Call up" means:
(a) recollect
স্মরণ করা
(b) anticipate
অনুমান করা
(c) befriend
বন্ধুত্ব
(d) invite
আমন্ত্রণ
24. "A bolt from the blue" means
বিনা মেঘে বজ্রপাত"
(a) sudden disaster
আকস্মিক বিপর্যয়
(b) in trouble
সমস্যায়
(c) blessing from above
উপর থেকে আশীর্বাদ
(d) to remain neutral
নিরপেক্ষ থাকা
25.Select the correct meaning of the idiom underlined below:
He stood in hot water
তিনি গরম জলে দাঁড়িয়েছিলেন
(a) in trouble or disgrace
সমস্যা বা অসম্মানের মধ্যে
(b) met with an accident
একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে
(c) stepped into boiling water
ফুটন্ত পানিতে পা দেওয়া
(d) was angry
রাগান্বিত ছিল
Answers
1- d, 2 - d, 3 - b, 4 - a, 5- b, 6 - d, 7 - b, 8 - a, 9 - d, 10 - a, 11. - b, 12 - b 13- a 14 - a, 15- d, 16 - a, 17 - d, 18 - b ,19 -d , 20 -c , 21- d, 22 – c , 23 -d 24 - a, 25 - a.
General Studies
Geography of India
1.পেরেনিয়াল খাল সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়?
(a) দক্ষিণ ভারত
(b) পূর্ব ভারত
(c) পশ্চিম ভারত
(d) উত্তর ভারত
2.ব-দ্বীপ অঞ্চল সাধারণত তৈরী হয়-
(a) আগ্নেয় শিলায়
(b) আগ্নেয় ও রূপান্তরিত শিলায়।
(c) পাললিক ও রূপান্তরিত শিলায়
(d) রূপান্তরিত শিলায়
3.রাজেন্দ্র পচৌরি'র নেতৃত্বে এক আন্তর্জার্তিক বিশেষজ্ঞ দল যে বিষয়ে কাজ করছে তা হল:-
(a) খাদ্য উৎপাদন
(b) জলবায়ু পরিবর্তন
(c) উদ্বাস্তু পুনর্বাসন
(d) নিরস্ত্রীকরণ
4.গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
(a) চেন্নাই
(b) মুম্বাই
(c) মোহালি
(d) কানপুর
National News (Current Affairs)
5.ভারতের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' লাভ করতে চলেছেন-
(a) পি ভি নরসীমা রাও
(b) কপূরী ঠাকুর
(c) এম এস স্বামীনাথন
(d) সকলেই
6.ভারতের প্রথম ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন-
(a) সাইনা নেহওয়াল
(b) পি ভি সিন্ধু
(c) সানিয়া মির্জা
(d) কাদম্বি শ্রীকান্ত
7.সমঝোতা এক্সপ্রেস ছাড়া, ভারত ও পাকিস্থানের মধ্যে যোগাযোগ রক্ষাকারী ট্রেন হল-
(a) থর এক্সপ্রেস
(b) মৈত্রী এক্সপ্রেস
(c) দিল্লী-ইসলামারাদ এক্সপ্রেস
(d) উপরের কোনোটিই নয়
8. মহারাষ্ট্র ভূষণ পুরস্কার ২০২৪ পেলেন কে?
a.গৌতম আদানি
b.ড. প্রদীপ মহাজন
c.তপন ডেকা
d.কেউই নন
9.কোন রাজ্যের ২৬তম জেলা হলো Keyi Panyor?
a.নাগাল্যান্ড
b.মনিপুর
c.মেঘালয়
d.অরুণাচল প্রদেশ
Indian culture
10.নিচের মধ্যে কে শুদ্ধদ্বৈত দর্শনের দাবি করেছেন?
[A] স্বামী কৃষ্ণানন্দ
[B] রামানদা
[C] বল্লভ আচার্য
[D] গুরু জাম্বেশ্বর
11.অষ্টাধ্যায়ী, মহাভাষ্য ও নির্কুট নিচের কোনটির সাথে সম্পর্কিত?
[A] সঙ্গীত
[B] ব্যাকরণ
[C] দর্শন
[D] সঙ্গীত
12.মি-দাম-মে-ফি' উৎসব উত্তর-পূর্ব ভারতের কোন সম্প্রদায়ের উৎসব?
[A] তাই-আহোম
[B] দেওরি উপজাতি
[C] গারো
[D] খাসি
13.'ভাগোরিয়া' কোন উপজাতির ঐতিহ্যবাহী লোকনৃত্য?
[A] ভীল
[B] গোন্ড
[C] কোরকু
[D] বাইগা
Everyday science
14.নীচের কোন্ ভিটামিন তাপ ও বায়ুর সংস্পর্শে সবচেয়ে দ্রুত নষ্ট হয়?
(a) ভিটামিন এ
(b) ভিটামিন বি
(c) ভিটামিন সি
(d) ভিটামিন ডি
15.ফুসফুসের ক্যান্সার রোগ সৃষ্টিকারী পদার্থটি হল-
(a) অ্যাসবেস্টস
(b) সিসা
(c) পারদ
(d) কোনোটিই সঠিক নয়
16.অ্যালজাইমার রোগ কী?
(a) মস্তিষ্কের রোগ
(b) যকৃতের রূপ
(c) বৃক্কের রোগ
(d) অনাক্রম্যতাজনিত রোগ
Indian History
17.গৌতম বুদ্ধের জন্মস্থান হল-
(A) কপিলাবস্তু
(B) সারনাথ
(C) বুদ্ধগয়া
(D) লুম্বিনি
18.মহাত্মা গান্ধিকে হত্যা করা হয় 30 শে জানুয়ারি
(A) 1947 সালে
(B) 1948 সালে
(C) 1949 সালে
(D) 1950 সালে
19.'আদিনা মসজিদ' কোথায় অবস্থিত?
(a) অজন্তা
(b) পন্ডুয়া
(c) সাঁচী
(d) পুরুষপুর
20. গীতগোবিন্দের লেখক জয়দেব কোন্ বাঙালী রাজার সভাকবি ছিলেন?
(a) ধর্ম পাল
(b) দেবপাল
(c) বল্লাল সেন
(d) লক্ষ্মণ সেন
International problem statement
21.ডায়েট এর নাম
a.কানাডার পার্লামেন্ট
b.অস্ট্রেলিয়ার পার্লামেন্ট
c.জাপানের সংসদ
d.উপরের কেউই না
22. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিনিধিদের নিয়ে ইউএনও প্রতিষ্ঠিত হয়
a.35টি দেশ
b.40 টি দেশ
c.45 টি দেশ
d.50 টি দেশ
23. TRIPS অনুযায়ী, একটি পেটেন্ট —--- পেটেন্ট ফাইল করার তারিখ থেকে বছরের জন্য বৈধ।
a.10
b.20
c.15
d.7
India's economic problems
24.ভারতীয় আদমশুমারিতে একটি 'মৌজা' বোঝায়
(ক) সম্প্রদায় উন্নয়ন ব্লক
(খ) রাজস্ব গ্রাম
(গ) ছোট থানা
(ঘ) উপরের কোনটি নয়
25. 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের ঘনত্বে জনসংখ্যা সবচেয়ে কম
(ক) জম্মু ও কাশ্মীর
(খ) বিহার
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) মণিপুর
26. 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বোচ্চ নগরায়িত রাজ্য
(ক) মহারাষ্ট্র
(খ) গোয়া
(গ) তামিলনাড়ু
(ঘ) কেরালা
27. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 2001-11 সালে নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধি রেকর্ড করেছে?
(ক) ত্রিপুরা
(খ) মেঘালয়
(গ) নাগাল্যান্ড
(ঘ) মিজোরাম
28.ভারতে আয়কর হল-
(a) প্রত্যক্ষ এবং প্রগতিশীল
(b) প্রত্যক্ষ এবং সমানুপাতিক
(c) পরোক্ষ এবং প্রগতিশীল
(d) পরোক্ষ এবং সমানুপাতিক
29. নীচের কোন সময়কাল পঞ্চবার্ষিকি পরিকল্পনার আওয়তায় আসে না-
(a) 1967-68
(c) 1982-83
(b) 1975-76
(d) 1989-90
political science
30. ভারতীয় সংবিধানের কত নং ধারার অধীনে ভারত সরকার 'ভারতরত্ন' ও 'পদ্মশ্রী' পুরস্কার প্রদান করে?
(a) 14 নং
(b) 17 নং
(c) 18 নং
(d) 29 নং
31. ভারতের সংসদীয় পরিচালনায় জিরো আওয়ার কী?
(a) যখন বিরোধী দলের প্রস্তাব আলোচনা করা হয়
(b) সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়
(c) লোকসভায় যখন কোনো অর্থ (Money) বিল পেশ করা হয়
(d) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়
32. ভারতে রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের রূপে স্বীকৃত দেওয়ার অধিকারী হল-
(a) রাষ্ট্রপতি
(b) পার্লামেন্ট
(c) নির্বাচন কমিশন
(d) রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনের সুপারিশে
Famous Places in India
33.নিচের কোন স্মৃতিস্তম্ভে বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে?
a.শের শাহের সমাধি সাসারাম
b জামে মসজিদ, দিল্লি
c.গিয়াস-উদ-দিন তুঘলকের সমাধি, দিল্লি
d.গোল গুম্বাজ, বিজাপুর
34.দেবী চৌধুরানী মন্দির কোথায় অবস্থিত?
a.ঝাড়গ্রাম
b.জলপাইগুড়ি
c.মালদা
d.বালুরঘাট
35.গোলকুন্ডা দুর্গ কে নির্মাণ করেন?
a.চোল রাজবংশ
b.চালুক্য রাজবংশ
c.কাকাতিয়া রাজবংশ
d.পল্লব রাজবংশ
India and its neighboring countries
36.নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি তিনটি প্রতিবেশী দেশের সাথে তার সীমানা ভাগ করে?
a.উত্তরাখণ্ড
b.মিজোরাম
c.পশ্চিমবঙ্গ
d.উপরের কেউই না
37.নিচের কোন রাজ্য দুটি দেশের সাথে তার সীমানা ভাগ করে?
a.ত্রিপুরা
b.মণিপুর
c.মিজোরাম
d.উপরের কেউই না
World organizations
38.ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a.ভিয়েনা
b.নাইরোবি
c.প্যারিস
d.উপরের কেউই না
39.কোনটি UNO এর বিশেষায়িত সংস্থা নয় ?
a.খাদ্য ও কৃষি সংস্থা
b.জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা
c.বিশ্ব স্বাস্থ্য সংস্থা
d.আন্তর্জাতিক অপরাধ আদালত
40.নিচের কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?
a.মালদ্বীপ
b.ভারত
c.ভুটান
d.নেপাল
Answers
1.(c) পশ্চিম ভারত 2. (a) আগ্নেয় শিলায় 3. (b) জলবায়ু পরিবর্তন 4. (d) কানপুর 5. (d) সকলেই
6. (b) পি ভি সিন্ধু 7. (a) থর এক্সপ্রেস 8. b.ড. প্রদীপ মহাজন 9. d.অরুণাচল প্রদেশ 10. [C] বল্লভ আচার্য 11.[B] ব্যাকরণ 12. [A] তাই-আহোম 13. [A] ভীল14. (c) ভিটামিন সি 15. (a) অ্যাসবেস্টস
16. (a) মস্তিষ্কের রোগ 17. (D) লুম্বিনি
18. (B) 1948 সালে 19. (b) পন্ডুয়া
20. (d) লক্ষ্মণ সেন 21. c.জাপানের সংসদ
22. d.50 টি দেশ 23.b.20
24. (খ) রাজস্ব গ্রাম 25. (গ) অরুণাচল প্রদেশ
26. (খ) গোয়া 27. (গ) নাগাল্যান্ড 28. (a) প্রত্যক্ষ এবং প্রগতিশীল 29. (a) 1967-68
30. (c) 18 নং 31. (d) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় 32. (c) নির্বাচন কমিশন
33. d.গোল গুম্বাজ, বিজাপুর 34. b.জলপাইগুড়ি
35.c.কাকাতিয়া রাজবংশ 36. c.পশ্চিমবঙ্গ
37. c.মিজোরাম 38. c.প্যারিস 39.d.আন্তর্জাতিক অপরাধ আদালত 40.a.মালদ্বীপ