Previous Questions paper
Culcatta University 2023
EDUCATION HONOURS
Paper: CC-3
(Psychological Foundation of Education)
Full Marks: 65
Candidates are required to give their answers in their own words as far as practicable.
প্রান্তলিখিত সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক।
১। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখো:
(ক) মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে শিক্ষামনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। ২+৮
(খ) কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো এবং বিশদে আলোচনা করো। ৩+৭
(গ) স্মৃতির সংজ্ঞা দাও। স্মরণ প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করো।
(ঘ) গিলফোর্ডের ধী-শক্তি গঠন তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা করো।
২। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখো:
(ক) শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক ব্যক্ত করো।
(খ) এরিকসনের বিকাশমূলক তত্ত্বে আত্মপরিচয় বনাম আত্মপরিচয়ের বিভ্রান্তি বলতে কী বোঝায়?
(গ) শিখনের পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।
(ঘ) প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য নিরূপণ করো।
(ঙ) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? শ্রেণিকক্ষে অন্তর্দৃষ্টিমূলক শিখনের দুটি ব্যবহার লেখো।
(চ) প্রাক্ষোভিক বুদ্ধির ধারণাটি ব্যক্ত করো।
৩। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখো:
(ক) প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার কে, কোথায় প্রতিষ্ঠা করেন?
(খ) পিয়াজঁ-র মতে প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কী কী?
(গ) থর্নডাইকের ফলাফলের সূত্রটি লেখো।
(ঘ) 'G' ও 'S' উপাদানের দুটি পার্থক্য লেখো।
(ঙ) বাচনিক ও অবাচনিক বুদ্ধি অভীক্ষার একটি করে উদাহরণ দাও।
(চ) বুদ্ধি অভীক্ষার দুটি ব্যবহার লেখো।